শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

এফ শাহজাহান ২৮ জুলাই ২০২৫

দক্ষিণপন্থী এবং বামপন্থীদের ভবিষ্যত পরিনতি

এফ শাহজাহান ২৮ জুলাই ২০২৫ প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:৫৩ পিএম | 141 বার পড়া হয়েছে
দক্ষিণপন্থী এবং বামপন্থীদের ভবিষ্যত পরিনতি

বাংলাদেশের রাজনীতিতে ‘দক্ষিণপন্থীদের উত্থানে’ বামপন্থীরা এখন বেশ উদ্বিগ্ন। ৫ই আগস্টের পর থেকে দক্ষিণপন্থীদের বিষ্ময়কর উত্থানে বামপন্থীরা তাদের ভবিষ্যৎ পরিনতি নিয়েও দু:শ্চিনাতায় আছেন।
এমতাবস্থায় সময় এসেছে, আপনি দক্ষিণপন্থী না বামপন্থী সেটা নির্ধারন করার। আপনি বামপন্থীদের দলে নাকি দক্ষিণপন্থীদের দলে, সেটা নির্ধারণ করাও মানবজীবনের একটা জরুরী বিষয়। কেননা,এবিষয়ে মহান আল্লাহ সুবহানুহু ওয়া তা’আলার সুস্পষ্ট নির্দেশ রয়েছে।
আপনি কীভাবে জানবেন যে আপনি দক্ষিণপন্থী না বামপন্থী ?
এবিষয়ে আপনি মহবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ সুবহানুহু ওয়া তায়ালার কাছেই জানতে চাইতে পারেন। আল্লাহ খুবই স্পষ্টভাবে পবিত্র কুরআনে বলে দিয়েছেন, কারা ডানপন্থী আর কারা বামপন্থী।
আল্লাহ শুধু এটুকু বলেই খান্ত হননি। আল্লাহ সুবহানুহু ওয়া তায়ালা পবিত্র কুরআনে দক্ষিণপন্থী এবং বামপন্থীদের ভবিষ্যৎ পরিনতির কথাও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ।
আল্লাহ ডানপন্থী এবং বামপন্থীদের বৈশিষ্ঠ্য উল্লেখ করে তাদের চিহ্নিত করার ব্যবস্থাও করে দিয়েছেন।
যারা ভালো কাজ করে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে, তাদেরকেই দক্ষিণপন্থী বা ডানপন্থী বলা হয়েছে। অপরদিকে যারা আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে, তাদেরকে বামপন্থী বলা হয়েছে।
ডান ও বামপন্থীদের সম্পর্কে আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে সূরা আল ওয়াকিয়ার ৭, ৮ এবং ৯ নং আয়াতে বলেন,“সে সময় তোমরা তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ডান দিকের লোক। ডান দিকের লোকেরা কতই সৌভাগ্যবান,তাদের সৌভাগ্যের কথা আর কতটাই বলা যাবে। বাম দিকের লোক, বাম দিকের লোকরা কত হতভাগা! তাদের দুর্ভাগ্যের পরিণতি আর কতটাই বলা যাবে!
এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসীর বলেন, কেয়ামতের দিন সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে পড়বে। এক দল আরশের ডানপার্শ্বে থাকবে। তারা আদম (আ:) এর ডানপর্শ্বে থেকে পয়দা হয়েছিলেন এবং তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। তারা সবাই জান্নাতী হবেন।
দ্বিতীয় দল আরশের বামদিকে একত্রিত হবেন। তারা আদম (আ:)এর বামপার্শ্ব থেকে পয়দা হয়েছিলেন। তাদের আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে। তারা সবাই জাহান্নামী হবেন।
তৃতীয় দল হবে অগ্রবর্তীদের দল। তাঁরা আল্লাহর সামনে বিশেষ স্বাতন্ত্র্য ও নৈকট্যের আসনে থাকবেন। তাঁরা হবেন নবী, রাসূল, সিদ্দীক, শহীদগণ। তাদের সংখ্যা প্রথমোক্ত দলের তুলনায় কম হবে।
কুরআন এবং হাদীস অনুযায়ী বামপন্থীরা আল্লাহর কাছে লাঞ্ছনার শিকার হবেন এবং আল্লাহর দরবারে তাদেরকে বাম দিকে দাঁড় করানো হবে। এরাই দুর্ভাগা বামপন্থী।
আল্লাহ তা’আলা সূরা আল বালাদের ১৭-২০ নং আয়াতে বলেন, “তারপর এই সংগে তাদের মধ্যে শামিল হওয়া যারা ঈমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও আল্লাহর সৃষ্টির প্রতি রহম করার উপদেশ দেয়।এরাই ডানপন্থী।’’
আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী। এদের ওপর আগুন ছেয়ে থাকবে।”
পবিত্র কুরআনের উল্লেখিত সূরার আয়াতে ছোট ছোট বাক্যে আল্লাহতায়ালা ডানপন্থীদের গুরুত্বপূর্ণ দু’টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, ডানপন্থীরা পরস্পরকে সবর করার উপদেশ দেবে এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, তারা পরস্পরকে রহম ও পরস্পরের প্রতি স্নেহার্দ্র ব্যবহারের উপদেশ দান করবে।
ডানপন্থী হওয়ার জন্য ঈমানদার হওয়া জরুরী। কারণ, ঈমান ছাড়া কোন কাজ সৎকাজ হিসাবে চিহ্নিত হতে এবং আল্লাহর কাছে গৃহীত হতে পারে না।
কুরঅনের বিভিন্ন স্থানে এর ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে ঈমান সহকারে যে সৎকাজ করা হয় একামত্র সেটিই নেকী ও মুক্তির উপায় হিসেবে গৃহিত হয়।
যেমন : আল্লাহ তা’আলা বলেন: “পুরুষ বা নারী যে ব্যক্তিই সৎকাজ করে সে যদি মু’মিন হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।”
এখন আশা করা যায় সহজেই বুঝতে পারছেন বাংলাদেশে কারা দক্ষিণপন্থী আর কারা বামপন্থী। সেইসঙ্গে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে, দক্ষিণপন্থীদের ভবিষ্যৎ পরিণতি কী হবে এবং বামপন্থীদের ভবিষ্যৎ পরিণতি কী হবে।
এখন আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন।
আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন।

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।