রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

প্রেমিকাকে এনে থাকছেন স্বামী, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১০:২৩ এএম | 58 বার পড়া হয়েছে
প্রেমিকাকে এনে থাকছেন স্বামী, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

দুই সন্তানকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের বৈবাহিক টানাপোড়েন, মানসিক আঘাত, স্বামীর একাধিক নারীসঙ্গ ও দুর্ব্যবহারের অভিযোগ—সবকিছু সত্ত্বেও শান্তভাবে বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তিনি।
তবে নতুন করে সামনে এলো এমন এক তথ্য, যা অভিনেত্রীকে আবারও ক্ষেপিয়ে তুলেছে।
সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নারী কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে সরাসরি ট্যাগ করে প্রশ্ন ছুঁড়ে দিলেন রিয়া—আইন কি শুধু প্রভাবশালীদের পক্ষে কথা বলে?
“রক্ষিতাকে বাড়িতে এনে সহবাস করছেন স্বামী!” এমনই ট্যাগলাইনে সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে রিয়া লেখেন,“আইনত এখনও বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও (মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে রক্ষিতাটাকে এনে কি রাখা যায়? আমাদের ভারতীয় আইন কি বলে?”
এর পাশাপাশি তিনি আরও লেখেন, “বাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে এই লিভ-ইনে। শুধুই কি উচ্চপদস্থ সরকারি অফিসার বলে তার এই বাড়তি ‘সাহস’? সরকারি চাকরি করেও কিভাবে ওয়েব সিরিজ ও ফিল্ম পরিচালনা করছেন, সেটাও প্রশ্ন।”
সূত্রের দাবি, স্বামী অরিন্দম চক্রবর্তী বর্তমানে মালদায় তাদের পারিবারিক বাড়িতে এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে বসবাস করছেন, এমনটাই জানতে পেরেছেন রিয়া। সেই অভিনেত্রী রিয়ার পরিচিত মুখ, যার সঙ্গে তার একসময় সুসম্পর্কও ছিল।
“প্রেমের কথা জানতাম, কিন্তু সহবাসের কথা জানলে…” রিয়ার বক্তব্য অনুযায়ী, স্বামীর প্রেমজ সম্পর্কের আভাস আগেও পেয়েছিলেন, তবে তার স্বামী যে এতটা নির্লজ্জভাবে এক মহিলাকে ঘরে এনে থাকতে শুরু করবেন, তা কোনওদিন কল্পনাও করেননি।
তিনি লেখেন,“আমি এতটা সহ্য করেছি শুধু সন্তানদের মুখ চেয়ে। কিন্তু আজ যা জানলাম, তাতে আর চুপ থাকা যায় না।”
চুপচাপ বিচ্ছেদ নয়, এবার কী আইন পথে হাঁটবেন রিয়া?
গত কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে রিয়া ঘোষণা করেন যে তার ও অরিন্দম চক্রবর্তীর সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ। অভিনেত্রী লিখেছিলেন, “আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।”
তবে তখনও আইনত বিবাহবিচ্ছেদের কোনো মামলা হয়নি বলে জানা গিয়েছিল। এই অবস্থায় নতুন করে এই সহবাস বিতর্ক সামনে আসায় প্রশ্ন উঠছে—এবার কি রিয়া আইনি পথে স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন?
বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের পর সম্প্রতি বলিউডেও কাজ করেছেন রিয়া। তার কথায়,“দুই সন্তানকে নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু এমন বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না।”

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে বিভিন্ন মাঠের পাট কাটা। তবে খালবিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। রাস্তার পাশে খাল ও পুকুরের পানি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা।

পাট চাষিরা জানান, হরিপুরে উপজেলায় দুটি বড় বিলের পাশে পানি না থাকার কারণে পাট পচানো সমস্যা হয়েছে । পানি সরাসরি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাটের জাগ নিয়ে সংকট দেখা দিয়েছে।

পাট চাষি মো. আবদুল মালেক ও সারোয়ার হোসেন বলেন খালবিলে, নদীনালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেওয়ার জায়গাও নেই। এখন আমরা পাট নিয়ে সংকটে পড়েছি। এজন্য হরিপুর উপজেলায় পার্শ্ববর্তী বিলে আমরা পাট জাগ দিয়েছি।

সমির হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে অল্প পানি জমেছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরত না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন পিকআপ ও ভ্যান ভাড়া করে পাট জাগ দিতে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

মিনাপুর গ্রামের সারোয়ার হোসেন বলেন, আমাদের হরিপুর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, এ বছর হরিপুরে ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জায়গায় পাটের আবাদ হয়েছে। পানি না থাকায় পাটের জাগ দেওয়া নিয়ে সমস্যা পড়ছেন কৃষকরা। কেউ কেউ পুকুরে নদীতে পাটের জাগ দিচ্ছে।

সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম
সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

”আমার সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে”
যখন আশেপাশে শুনি —
“এটা তো সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরো”
“তুমি কেন এত ভাবছো? সব ঠিক হয়ে যাবে”
“এটা তো সম্পর্কের অংশ, মানিয়ে নিতে হবে”
তখন সেই শূন্যতা কোথায় যাবে?
হুরায়রা কনসালটেন্সি এমন একটা জায়গা,
যেখানে আপনি আপনার সম্পর্কের টানাপোড়েন খুলে বলতে পারেন,
কেউ আপনাকে ছোট করবে না,
কেউ আপনাকে দোষী মনে করবে না।
আমরা জানি, সম্পর্কের মাঝে এই অনিশ্চয়তা অনেক সময় ভয়াবহ হতে পারে,
আপনি একা নন,
আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে একটু একটু করে ভালো থাকা যায়।

error: Content is protected !!