শিবচরে শিশু অপহরণের চেষ্টাকালে এক নারী আটক


মাদারীপুর জেলার শিবচরের ৯৬ নং সোনামিয়া মাদবরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফারহানা (৫ বছর) নামের এক শিশুকে অপহরণের চেষ্টার সময় আজ বুধবার (১৬ জুলাই) এক নারীকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণ চেষ্টাকারী ইতি আক্তারকে উদ্ধার করে।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, সকাল ৯টার দিকে ওই মহিলাকে বিদ্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। একসময় মহিলাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তার মেয়ে ফারহানা এই স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে। পরে শিক্ষক জানান, প্রথম শ্রেণিতে ফারহানা নামে কোনো ছাত্রী নেই। এরপর মহিলাকে তাদের অফিসে নিয়ে আসা হয়। স্থানীয় লোকজনকে খবর দিলে তারা মহিলার হাতে বাচ্চাদের জুস ও অ্যান্টিবায়োটিকের প্যাকেট দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আটককৃত ইতি আক্তার পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে প্রাথমিক স্কুলগামী শিশুদের টার্গেট করে তাদের সঙ্গে থাকা স্বর্ণ চুরি করতেন। আজ কাঁদিপুরে এই কাজ করতে গিয়ে তিনি এলাকাবাসীর রোষানলে পড়েন। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি আক্তার চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, তিনি শিশু অপহরণকারী নন, বরং বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুদের কান ও গলার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়াই তার উদ্দেশ্য ছিল।
এই ঘটনায় অভিভাবকরা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী বিভিন্ন স্থানে গিয়ে শিশুদের স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”