বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৪ দিন
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২১, ২২, ২৩, ২৪ অক্টোবর পশ্চিমবঙ্গের বৃহৎ স্থল বন্দর পেট্রোবাংলায় আসবেন। তাই বেনাপোল-পেট্রোবাংলা স্থলবন্দর দিয়ে ওই ৪দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
জানা গেছে, অমিত শাহ পেট্রাপোল বন্দরের যাত্রী টার্মিনাল উদ্বোধন করতে আসছেন। তবে শনিবার (১৯ অক্টোবর) এবং রোববার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য চালু থাকবে।
বিষয়টি বেনাপোল পোর্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবগত করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক রতন কাজি।
তিনি জানান, ২৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ যাত্রী টার্মিনাল উদ্বোধন করবেন। এ উপলক্ষে সীমান্ত এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। টানা ৪ দিন দুদেশের বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের নির্দেশনা দিয়েছে ভারতের সংশ্লিষ্ট দফতর।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী ২১ অক্টোম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পেট্টাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্যান্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে এ ধরনের বন্ধ থাকবে।
সাজেদুর রহমান আরও জানান, এর ফলে দুদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তবে বেনাপোল-পেট্টাপোল পোর্ট ব্যবহারকারীদের যৌথ মিটিংয়ে ২১ অক্টোবর সীমিত পরিসরে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল থাকবে। ২৬ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি সচল হবে বলেও জানান তিনি।