রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ডিপ কাটের পোশাকে মোহময়ী হতে পিঠের যত্ন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩:২৭ পিএম | 127 বার পড়া হয়েছে
ডিপ কাটের পোশাকে মোহময়ী হতে পিঠের যত্ন

অফ শোল্ডার গাউন, অথবা হল্টার ব্লাউজ, পেলব খোলা পিঠে যেনো নারীদের মাধুর্যময় সৌন্দর্যে ভরা। শোবিজ তারকাদের মতো মসৃণ, পেলব পিঠ পাওয়ার জন্য যত্নও করতে হবে সেইভাবেই। শুধু মুখের যত্ন নিলেই কিন্তু হয় না। হাত – পা, পিঠেরও যত্ন নিতে হয় নিয়মিত। আর অবশ্যই সবচেয়ে অবহেলিত অংশ, পিঠের। উৎসব – অনুষ্ঠানে, সান্ধ্য পার্টিতে সুন্দর শাড়ি পরুন বা ডিজাইনার লেহঙ্গা, খোলা পিঠের ব্লাউজ সব পোশাককেই আরও সুন্দর করে তোলে। আর পিঠ যদি দাগহীন সুন্দর না হয়, তাহলে তো সাজটাই ঠিকমতো হবে না। ব্যাকলেস, হল্টার বা ডিপ কাটের পোশাকে নিজেকে মোহময়ী করে তুলতে হলে পিঠের যত্ন কীভাবে নেবেন, শিখে নিন।
অবাঞ্ছিত লোম দূর করতে ওয়্যাক্সিং :
হাত – পা বা মুখের লোম তোলেন নিশ্চয়ই ? পিঠের দিকেও নজর দিন। পিঠের অবাঞ্ছিত লোম শুধুমাত্র সৌন্দর্যই নষ্ট করবে তা নয়, পিঠ দেখতেও অসমৃণ ও অসুন্দর লাগবে। লিকুইড ওয়্যাক্স বা হেয়ার রিমুভ্যাল ক্রিম দিয়ে পিঠ পরিষ্কার রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী বা দু’মাসে একবার ওয়্যাক্সিং করালেই যথেষ্ট।
নিয়মিত পিঠের মালিশ :
রোজকার ধুলো, ময়লা, তেল জমে পিঠ কালো হয়ে যায়। প্রতিদিন স্নানের সময় লুফা দিয়ে সারা শরীর পরিষ্কার করা সম্ভব হলেও পিঠের পুরোটা পৌঁছনো যায় না। তাই লম্বা হ্যান্ডলযুক্ত ব্রাশের সাহায্যে রোজ পিঠ ঘষুন। এতে পিঠের মালিশ ও স্ক্রাবিং দু’টোই হয়ে যাবে।
পিঠের কালচে দাগছোপ :
রোদে পুড়ে বা পোশাকে সবসময়ে ঢাকা থাকলে পিঠে কালচে দাগছোপ পড়ে যায় অনেক সময়েই। পিঠের সৌন্দর্যের জন্য তাই নিয়মিত স্ক্রাবিং জরুরি। এক কাপ চিনির সঙ্গে এক চ চামচ লেবুর রস ও ৬ চা চামচ আমন্ড তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। আগে থেকে ময়শ্চারাইজ করা পিঠে এই স্ক্রাব লাগান। দুধ, মধু বা টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়েও স্ক্রাব তৈরি করতে পারেন। স্ক্রাব দিয়ে পিঠে মিনিট পাঁচেক মালিশ করে ভাল করে ধুয়ে ফেলুন।
ব্রণমুক্ত পিঠ :
পিঠে ব্রণ বা ফুস্কুড়ির সমস্যা থাকলে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ঘুমোনোর আগে ফোঁটা ফোঁটা করে ব্রণের উপর মাখিয়ে রাখতে পারেন। আর স্নানের জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। তাতেও ব্রণের সমস্যা দূর হতে পারে।
মডেল : মারিয়া মিম

ঈশ্বরদীতে বাপ্পী’র তথাকথিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মামুনুর রহমান,ঈশ্বরদী পাবনা প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৩৫ পিএম
ঈশ্বরদীতে বাপ্পী’র তথাকথিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজ রবিবার (০৩ আগস্ট) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে গত ১ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বৈরাচারী শেখ হাসিনার ট্রেন বহরে হামলা-মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের বিরুদ্ধে জুবায়ের হোসেন বাপ্পী’র তথাকথিত মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত ও ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুদ্দিন আহমেদ মালিথা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল।

চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার- ১৪ 

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৩২ পিএম
চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার- ১৪ 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) গভীর রাতে ঢুষমারা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন জামায়াতের সভাপতি সানোয়ার হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আব্দুল মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)। তারা সকলেই ঢুষমারা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা খারাপ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন নেতৃত্ব গঠন করা হবে।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

error: Content is protected !!