বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ডিপ কাটের পোশাকে মোহময়ী হতে পিঠের যত্ন

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৩:২৭ পিএম | 142 বার পড়া হয়েছে
ডিপ কাটের পোশাকে মোহময়ী হতে পিঠের যত্ন

অফ শোল্ডার গাউন, অথবা হল্টার ব্লাউজ, পেলব খোলা পিঠে যেনো নারীদের মাধুর্যময় সৌন্দর্যে ভরা। শোবিজ তারকাদের মতো মসৃণ, পেলব পিঠ পাওয়ার জন্য যত্নও করতে হবে সেইভাবেই। শুধু মুখের যত্ন নিলেই কিন্তু হয় না। হাত – পা, পিঠেরও যত্ন নিতে হয় নিয়মিত। আর অবশ্যই সবচেয়ে অবহেলিত অংশ, পিঠের। উৎসব – অনুষ্ঠানে, সান্ধ্য পার্টিতে সুন্দর শাড়ি পরুন বা ডিজাইনার লেহঙ্গা, খোলা পিঠের ব্লাউজ সব পোশাককেই আরও সুন্দর করে তোলে। আর পিঠ যদি দাগহীন সুন্দর না হয়, তাহলে তো সাজটাই ঠিকমতো হবে না। ব্যাকলেস, হল্টার বা ডিপ কাটের পোশাকে নিজেকে মোহময়ী করে তুলতে হলে পিঠের যত্ন কীভাবে নেবেন, শিখে নিন।
অবাঞ্ছিত লোম দূর করতে ওয়্যাক্সিং :
হাত – পা বা মুখের লোম তোলেন নিশ্চয়ই ? পিঠের দিকেও নজর দিন। পিঠের অবাঞ্ছিত লোম শুধুমাত্র সৌন্দর্যই নষ্ট করবে তা নয়, পিঠ দেখতেও অসমৃণ ও অসুন্দর লাগবে। লিকুইড ওয়্যাক্স বা হেয়ার রিমুভ্যাল ক্রিম দিয়ে পিঠ পরিষ্কার রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী বা দু’মাসে একবার ওয়্যাক্সিং করালেই যথেষ্ট।
নিয়মিত পিঠের মালিশ :
রোজকার ধুলো, ময়লা, তেল জমে পিঠ কালো হয়ে যায়। প্রতিদিন স্নানের সময় লুফা দিয়ে সারা শরীর পরিষ্কার করা সম্ভব হলেও পিঠের পুরোটা পৌঁছনো যায় না। তাই লম্বা হ্যান্ডলযুক্ত ব্রাশের সাহায্যে রোজ পিঠ ঘষুন। এতে পিঠের মালিশ ও স্ক্রাবিং দু’টোই হয়ে যাবে।
পিঠের কালচে দাগছোপ :
রোদে পুড়ে বা পোশাকে সবসময়ে ঢাকা থাকলে পিঠে কালচে দাগছোপ পড়ে যায় অনেক সময়েই। পিঠের সৌন্দর্যের জন্য তাই নিয়মিত স্ক্রাবিং জরুরি। এক কাপ চিনির সঙ্গে এক চ চামচ লেবুর রস ও ৬ চা চামচ আমন্ড তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিন। আগে থেকে ময়শ্চারাইজ করা পিঠে এই স্ক্রাব লাগান। দুধ, মধু বা টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়েও স্ক্রাব তৈরি করতে পারেন। স্ক্রাব দিয়ে পিঠে মিনিট পাঁচেক মালিশ করে ভাল করে ধুয়ে ফেলুন।
ব্রণমুক্ত পিঠ :
পিঠে ব্রণ বা ফুস্কুড়ির সমস্যা থাকলে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ঘুমোনোর আগে ফোঁটা ফোঁটা করে ব্রণের উপর মাখিয়ে রাখতে পারেন। আর স্নানের জলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। তাতেও ব্রণের সমস্যা দূর হতে পারে।
মডেল : মারিয়া মিম

দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম
দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

 

গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে প্রায় আটজন মানুষের মৃত্যু হয়েছে এবং ছয়জনের বেশি মানুষ আহত হয়েছেন।এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্টদের কে কাজে লাগিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা শ্রী রাহুল গান্ধী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আর জে ডি নেতা শ্রী তেজস্বী যাদব ও এস পি নেতা অখিলেশ যাদব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কড়া নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে দিল্লীর লালকেল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত পস্ট নয়। তবে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়েছে।এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সবধরনের সহযোগিতা কামনা করেছেন কেন্দ্রীয় সরকার।

নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিলন হোসেন (নওগাঁ প্রতিনিধি) প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁর নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎‎বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
‎‎মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ইটভাটা শিল্প এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। সরকার যদি যথাসময়ে অনুমোদন না দেয়, তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।
‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন দেশ বিকস্ ইটভাটার মালিক মোসাদ্দেক হোসেন, স্টার হাওয়া ইটভাটার মালিক মদিন, আঁখি ব্রিকসের মালিক আঞ্জুমান পাভেল, তিন ভাই ব্রিকসের মালিক রেজাউল ইসলামসহ শ্রমিকবৃন্দ ।
‎‎বক্তারা দ্রুত ইটভাটা চালুর অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে শীত মৌসুমে উৎপাদন কার্যক্রম শুরু করে শ্রমিকরা আবারও জীবিকার চাকা ঘুরাতে পারেন।

লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম
লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

 

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায়কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজপুর ইউনিয়নের নিজ এলাকার বাজারে বাবার কীটনাশক দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নারায়ণ চন্দ্র রায় মতিলান চন্দ্র রায়ের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ছাত্র রাজনীতি ও স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত মুখ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে কোন অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।