বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ধুম ফোর এ কার সঙ্গে রোম্যান্স করবেন রণবীর

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১:১৭ এএম | 124 বার পড়া হয়েছে
ধুম ফোর এ কার সঙ্গে রোম্যান্স করবেন রণবীর

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের ‘ধুম ফোর’ এ কারা রোম্যান্সের ধুম তুলবেন। সম্প্রতি নতুন খবর আসে – ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এই তারকার জন্মদিনে ভেসে আসে এই সুখবরটি। এবার জানা গেলো এই ছবিতে রণবীরের বিপরীতে পর্দায় রোমান্স করবেন কোন নায়িকা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ‘ধুম ফোর’ এর প্রযোজক আদিত্য চোপড়া’র সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল রণবীরের। ছবির গল্প শুনে নিজে থেকেই নাকি এই ছবিতে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন রণবীর। শোনা যাচ্ছে, এই ছবিতে রণবীরের সঙ্গে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকেও। সম্প্রতি, বক্স অফিসে শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী টু’ ছবির ব্যাপক সাফল্যের পর তাকে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ধুম সিরিজের নির্মাতারা।
গেলো বছর মুক্তি পাওয়া ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবিতে শ্রদ্ধার সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর। এবার ধুম এ তাদের জুটিবদ্ধ হওয়ার ফিসফাস গুঞ্জনে পরিণত হতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। কেউ কেউ এই খবরে খুশি হয়ে লিখেছেন – কোনো মিষ্টি চরিত্রের বদলে ‘ধুম ফোর’ এ খোল চরিত্রে শ্রদ্ধা অভিনয় করলে দারুণ মানাবে। যদিও নেটিজেনদের একটি বড় অংশের দাবি, শ্রদ্ধা নয় বরং দীপিকা পাড়ুকোনকে রণবীরের বিপরীতে এই ছবিতে সবথেকে ভাল মানাবে। তাছাড়া, রণবীর – দীপিকার জুটি বড়পর্দায় যতটা জনপ্রিয়, ঠিক ততটাই চর্চিত। আর দীপিকা অ্যাকশনেও দারুণ পটু। ভিন ডিজেলের মতো হলিউড তারকার সঙ্গে অ্যাকশন ছবিতেও অভিনয় করে নজর কেড়েছিলেন সম্প্রতি মা হওয়া এই তারকা নায়িকা।
এদিকে কোনো কোনো নেটিজেনরা লিখেছেন – শ্রদ্ধা কিংবা দীপিকা নয়। ‘ধুম ফোর’ এ রণবীর কাপুরের সঙ্গে পর্দায় দারুণ মানাবে তৃপ্তি দিমরিকে। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর – তৃপ্তির জুটি দুর্ধর্ষ মানিয়েছিল। সেই রসায়নের ঝলক ‘ধুম ফোর’ এ আসলে দারুণ জমে যাবে।’
জানা গেছে, ‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করেই গল্প। এর আগে এই ধরনের চরিত্রে দেখা গেছে জন আব্রাহাম, হৃত্বিক রোশন, আমির খানের মতো তারকাদের। এবার সেই তালিকায় যোগ হল রণবীর কাপুরের নাম। তবে এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। সূত্রের খবর, অভিষেকের পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গেছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে। যদিও তাদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। ২০২৫ এর শেষেই নাকি ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম
দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

 

গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে প্রায় আটজন মানুষের মৃত্যু হয়েছে এবং ছয়জনের বেশি মানুষ আহত হয়েছেন।এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্টদের কে কাজে লাগিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা শ্রী রাহুল গান্ধী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আর জে ডি নেতা শ্রী তেজস্বী যাদব ও এস পি নেতা অখিলেশ যাদব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কড়া নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে দিল্লীর লালকেল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত পস্ট নয়। তবে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়েছে।এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সবধরনের সহযোগিতা কামনা করেছেন কেন্দ্রীয় সরকার।

নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিলন হোসেন (নওগাঁ প্রতিনিধি) প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁর নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎‎বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
‎‎মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ইটভাটা শিল্প এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। সরকার যদি যথাসময়ে অনুমোদন না দেয়, তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।
‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন দেশ বিকস্ ইটভাটার মালিক মোসাদ্দেক হোসেন, স্টার হাওয়া ইটভাটার মালিক মদিন, আঁখি ব্রিকসের মালিক আঞ্জুমান পাভেল, তিন ভাই ব্রিকসের মালিক রেজাউল ইসলামসহ শ্রমিকবৃন্দ ।
‎‎বক্তারা দ্রুত ইটভাটা চালুর অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে শীত মৌসুমে উৎপাদন কার্যক্রম শুরু করে শ্রমিকরা আবারও জীবিকার চাকা ঘুরাতে পারেন।

লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম
লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

 

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায়কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজপুর ইউনিয়নের নিজ এলাকার বাজারে বাবার কীটনাশক দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নারায়ণ চন্দ্র রায় মতিলান চন্দ্র রায়ের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ছাত্র রাজনীতি ও স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত মুখ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে কোন অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।