বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠান

তরিক শিবলী প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:৪৬ পিএম | 146 বার পড়া হয়েছে
উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠান

উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা আজমপুর, আমির কমপ্লেক্সের সামনে হাজার হাজার মানুষের মাঝে লিফলেট বিতরন করা হয়
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি-র মেয়র প্রাথী তাবিদ আউয়াল,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম এবং যুব নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ রফিকুল ইসলাম, এম কপিল উদ্দিন, মোস্তাফিজুর রহমান সেগুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম হেলালি, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মোস্তফা জামান, উত্তরখান থানা বিএনপির যুগ্ম- আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মো: আহসান উল্লাহ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু মহামারি থেকে জনগণকে রক্ষা করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতি মধ্যে আমরা তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু মহামারি প্রতিরোধে আগাম প্রস্তুতি নিয়ে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন ছাত্র-জনাতার তীব্র আন্দোলনে আমরা অন্তর্বর্তীকাল সরকার পেয়েছি। এ সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবায় অনতিবিলম্বে হাসপাতালে আরো বেড বাড়াতে হবে।

ছত্র-জনতার রক্তের উপর দিয়ে এসেছে এ সরকার, ছাত্র- জনতা, রিক্সা চালক, গার্মেন্টস কর্মীসহ যারা এ আন্দোলনে নিজের জীবন বলিদান দিয়েছে তারা কেন না খেয়ে থাকবে। আমাদেরকে আরো বেশি গনতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে। দ্রব্য মূল্যের দাম কারা বাড়াচ্ছে।সে দিকে খেয়াল রাখতে হবে। শুধু নিরপেক্ষতার কথা বলে চুপচাপ বসে থাকলে চলবে না।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে এক জেলায় সহস্রাধিক পুলিশ সদস্য নিয়োগ দিয়ে দেশটাকে নিজের তালুকদারী মনে করতো। সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে।সাইবার ক্রাইম আইন তৈরি করে মানুষের বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছিলো, আয়না ঘর তৈরি করে শেখ হাসিনা বাংলাদেশকে গণকরবে পরিনত করেছে। এতো কিছুর পরও তার দোসররা এখনো বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আপনাদের সকলকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষে উপস্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে উত্তরা আমির কমপ্লেক্স থেকে শুরু করে আজমপুর এলাকায় ডেঙ্গু জ্বর হলে করনীয়, চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন যুবনেতা এস এম জাহাঙ্গীর ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।

দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২০ পিএম
দিল্লীর ভয়াবহ গাড়ি বিস্ফোরণে,এন আই এ তদন্তের নির্দেশ কেন্দ্রের

 

গতকাল রাতে ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে প্রায় আটজন মানুষের মৃত্যু হয়েছে এবং ছয়জনের বেশি মানুষ আহত হয়েছেন।এই ঘটনার পর কেন্দ্রীয় সরকার এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্টদের কে কাজে লাগিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য।এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা শ্রী রাহুল গান্ধী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আর জে ডি নেতা শ্রী তেজস্বী যাদব ও এস পি নেতা অখিলেশ যাদব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কড়া নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে দিল্লীর লালকেল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় যুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত পস্ট নয়। তবে আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়েছে।এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সবধরনের সহযোগিতা কামনা করেছেন কেন্দ্রীয় সরকার।

নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিলন হোসেন (নওগাঁ প্রতিনিধি) প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক-শ্রমিকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নওগাঁর নিয়ামতপুরে ইটভাটা চালু রাখার দাবিতে মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎‎বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
‎‎মানববন্ধনে বক্তারা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিকের জীবিকা বিপন্ন হবে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ইটভাটা শিল্প এটি বন্ধ হয়ে গেলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। সরকার যদি যথাসময়ে অনুমোদন না দেয়, তাহলে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে।
‎‎মানববন্ধনে বক্তব্য রাখেন দেশ বিকস্ ইটভাটার মালিক মোসাদ্দেক হোসেন, স্টার হাওয়া ইটভাটার মালিক মদিন, আঁখি ব্রিকসের মালিক আঞ্জুমান পাভেল, তিন ভাই ব্রিকসের মালিক রেজাউল ইসলামসহ শ্রমিকবৃন্দ ।
‎‎বক্তারা দ্রুত ইটভাটা চালুর অনুমোদন প্রদানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে শীত মৌসুমে উৎপাদন কার্যক্রম শুরু করে শ্রমিকরা আবারও জীবিকার চাকা ঘুরাতে পারেন।

লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম
লালমনিরহাটে কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায় গ্রেফতার

 

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কলেজ ছাত্রলীগ নেতা নারায়ণ চন্দ্র রায়কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজপুর ইউনিয়নের নিজ এলাকার বাজারে বাবার কীটনাশক দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নারায়ণ চন্দ্র রায় মতিলান চন্দ্র রায়ের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ছাত্র রাজনীতি ও স্থানীয় পর্যায়ে তিনি পরিচিত মুখ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে কোন অভিযোগ বা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।