প্রিয়া চৌধুরী
নবগত ওসির সঙ্গে মুগদা স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
বৈষম্য ছাত্র আন্দোলনের ৫ই আগস্ট নতুন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সংগঠনের সাথে মুগদা থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন।
৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখা ও মুগদা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মুগদা থানা ওসি মোঃ সাজেদুর রহমান পিপিএম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার সভাপতি আব্দুস সবুর রবিন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। প্রেসক্লাব মুগদা থানা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রিয়া চৌধুরী, যুগ্ন আহবায়ক সাগর খাঁন সদস্য রিয়া, প্রমুখ।মুগদা রিপোর্টার্স ইউনিটি রাসেল সরকার।
এ সময় সাংবাদিকদের আলাপচারিতায় নবাগত ওসি মোঃ সাজেদুর রহমান বলেন,প্রথমেই স্মরণ করতেছি ৫ ই আগস্ট আন্দোলনে ছাত্র ও সাংবাদিকরা শাহাদাত বরন করেছে। তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করি।যারা এখনো আহত অবস্থায় হাসপাতালে আছেন তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।আপনাদের সহযোগিতায় পেলে খুব দ্রুত সময়ের ভিতরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো। সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
আপনারা আমার পাশে থাকবেন আমি যেন মুগদা থানা কে আইনের প্রতিষ্ঠিত করতে পারে এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন আমরা আইনের সহযোগিতা আপনাদের পাশে থাকবো এবং সত্য ঘটনা কে জাতির সামনে তুলে ধরবো। তবে বাংলাদেশ পুলিশ সংবাদ সংগ্রহে বাঁধার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে পুলিশ বাহিনীকে আমরা পাশে পাব এই আশা ব্যক্ত করেন। মুগদা থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান পিপিএম সাংবাদিক নেতাকর্মীদের বলেন, মুগদা কর্মরত স্থানীয় সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে গেলে কোন বাধা আসলে আমাকে সরাসরি ফোন দিলে আমি আমার পুলিশ বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।