বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

প্রিয়া চৌধুরী

নবগত ওসির সঙ্গে মুগদা স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রিয়া চৌধুরী প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:১০ এএম | 162 বার পড়া হয়েছে
নবগত ওসির সঙ্গে মুগদা স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বৈষম্য ছাত্র আন্দোলনের ৫ই আগস্ট নতুন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সংগঠনের সাথে মুগদা থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন।
৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখা ও মুগদা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মুগদা থানা ওসি মোঃ সাজেদুর রহমান পিপিএম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মুগদা থানা শাখার সভাপতি আব্দুস সবুর রবিন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। প্রেসক্লাব মুগদা থানা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রিয়া চৌধুরী, যুগ্ন আহবায়ক সাগর খাঁন সদস্য রিয়া, প্রমুখ।মুগদা রিপোর্টার্স ইউনিটি রাসেল সরকার।
এ সময় সাংবাদিকদের আলাপচারিতায় নবাগত ওসি মোঃ সাজেদুর রহমান বলেন,প্রথমেই স্মরণ করতেছি ৫ ই আগস্ট আন্দোলনে ছাত্র ও সাংবাদিকরা শাহাদাত বরন করেছে। তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করি।যারা এখনো আহত অবস্থায় হাসপাতালে আছেন তারা যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।আপনাদের সহযোগিতায় পেলে খুব দ্রুত সময়ের ভিতরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো। সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
আপনারা আমার পাশে থাকবেন আমি যেন মুগদা থানা কে আইনের প্রতিষ্ঠিত করতে পারে এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন আমরা আইনের সহযোগিতা আপনাদের পাশে থাকবো এবং সত্য ঘটনা কে জাতির সামনে তুলে ধরবো। তবে বাংলাদেশ পুলিশ সংবাদ সংগ্রহে বাঁধার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে পুলিশ বাহিনীকে আমরা পাশে পাব এই আশা ব্যক্ত করেন। মুগদা থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান পিপিএম সাংবাদিক নেতাকর্মীদের বলেন, মুগদা কর্মরত স্থানীয় সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে গেলে কোন বাধা আসলে আমাকে সরাসরি ফোন দিলে আমি আমার পুলিশ বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে।

গাবতলীতে বিজয় র‍্যালিতে মিছিল নিয়ে অংশগ্রহণ করে ফজলে রাব্বী মন্ডল ফিরোজ এবং নজরুল ইসলাম টুকু

বগুড়া থেকে মোঃ হাফিজুর রহমান প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২:২৩ পিএম
গাবতলীতে বিজয় র‍্যালিতে মিছিল নিয়ে অংশগ্রহণ করে ফজলে রাব্বী মন্ডল ফিরোজ এবং নজরুল ইসলাম টুকু

আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পতন এবং ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে আজ ৫ আগস্ট কেন্দ্র ঘোষীত গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের আয়োজনে এক বিজয় র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ছিল পূর্বঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক কর্মসূচির অংশ, যা গাবতলী উপজেলা জুড়ে বিপুল উদ্দীপনা ও সংগ্রামী চেতনায় উদযাপিত হয়।

র‍্যালিতে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফজলে রাব্বী মন্ডল ফিরোজ। মিছিলের সভাপতিত্ব করেন গাবতলি উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু। মিছিলে অংশ নেয় নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ড এর নেতাকর্মী এবং বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী৷

আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।

৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের প্রথম বর্ষ উপলক্ষে বিজয় র‍্যালিতে রাকিবুর রাশেদিন রিপন

এস এম সালমান হৃদয়, বগুড়া প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২:১৭ পিএম
৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের প্রথম বর্ষ উপলক্ষে বিজয় র‍্যালিতে রাকিবুর রাশেদিন রিপন

বগুড়ার কাহালুতে ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কাহালু উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ র‍্যালিতে অংশগ্রহণ করেন জামগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য ও বিএনপি নেতা মোঃ রাকিবুর রাশেদিন রিপন। তিনি বলেন, “৫ আগস্টের এই ঐতিহাসিক দিন আমাদের মনে করিয়ে দেয় ছাত্র-জনতার শক্তি কতটা অপ্রতিরোধ্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন এক অনন্য দৃষ্টান্ত।”

র‍্যালিতে অংশ নিয়ে তিনি বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে দেন। স্থানীয়ভাবে তিনি একজন সাহসী ও জনগণের কাছে নিবেদিত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত।

উল্লেখ্য, রাকিবুর রাশেদিন রিপন শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একজন সক্রিয় যোদ্ধা হিসেবেও এলাকায় ব্যাপকভাবে পরিচিত।

কক্সবাজার থেকে : কামরুন তানিয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে উখিয়া উপজেলা বিএনপির গণমিছিল পরিণত হয় জনসমুদ্রে

কক্সবাজার থেকে : কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১১:৩৪ এএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে উখিয়া উপজেলা বিএনপির গণমিছিল পরিণত হয় জনসমুদ্রে

৫ ই আগস্টকে কেন্দ্র করে “” গণ অভ্যুত্থানের”” বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলার উখিয়ায় বিএনপির গণমিছিল এবং জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলে লাখো মানুষের তথা বিএনপির অঙ্গ,সংগঠনের লোক জমায়েত হয়। উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে উখিয়া স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির আসনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, “গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে,চলমান থাকবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই শেষ হয়নি। এই আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান। পাশাপাশি তিনি উখিয়া টেকনাফের মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।তিনি আরও বলেন যে,
তিনি উখিয়াকে পৌরসভা হিসেবে আগামীতে দেখতে চান।তিনি পৌরসভার ঘোষণার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “উখিয়াকে একটি পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে গড়ে তুলে নাগরিক সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সাবেক হুইপ আরও বলেন যে,দেশের কল্যাণে বিএনপির পাশে থাকার জন্য আমি উখিয়াবাসীকে আহ্বান জানাচ্ছি।সেই সাথে তিনি তুলে ধরেন বিগত আমলে
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে প্রচারিত মিথ্যা তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, “ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব মিথ্যাচারে কান না দিয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন। সত্যের পথে থাকুন, আন্দোলনের পথে থাকুন।অদ্য
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরও উখিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব সোলতান মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “৫ আগস্ট গণ অভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি মাইলফলক নজির সৃষ্টি করেছে।সেই দিনের চেতনাকে সামনে রেখেই আমাদের বর্তমান আন্দোলনকে সফল করতে হবে।এ সময় বক্তারা ৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শোক, শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো জনতা। সমাবেশর আগে বর্ণাঢ্য গণমিছিল রাজা পালং ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে উখিয়া স্টেশনের সড়ক প্রদক্ষিণ করে।
শৃঙ্খলাবদ্ধ এ মিছিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় শ্লোগানে মুখরিত ছিল। সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে উখিয়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।উখিয়ার পরিবেশ পরিস্থিতি খুবই টানটান এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন আছরের আজানের একটু আগে।

error: Content is protected !!