রাজপাড়া থানা এলাকা হতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুল’কে গ্রেফতার করে র্যাব-৫
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন দল কর্তৃক ক ১৭ ই নভেম্বর ২০২৫ খ্রিঃ ১৫.৩০ ঘটিকায় রাজশাহী মহানগর এর রাজপাড়া থানাধীন আরএমপি হেডকোয়ার্টার্সের পাশে নজরুল ইসলাম রোড, সিএন্ডবি মোড় নাহার’স মেকওভার এর সামনে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ছিনতাইয়ের নগদ টাকা ৪৫০০/- সহ ছিনতাইকারী চক্রের মূলহোতা আসামী মোঃ রিয়াজুল ইসলাম (৩১), পিতা- মোঃ মুনসুর ইসলাম, সাং- তিয়ারপুরি লক্ষীপুর, থানা-দুর্গাপুর, জেলা- রাজশাহী, বর্তমান ঠিকানা সাং- টিকাপাড়া (সমাজান এর বাড়ির ভাড়াটিয়া), থানা- বোয়ালিয়া, জেলা-রাজশাহী’ কে ছিনতাই করার সময় হাতে নাতে গ্রেফতার করে। উক্ত সময় রিয়াজুল ইসলাম কে জিজ্ঞাসাবাদ করিলে সে ছিনতাই করার বিষয়ে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মহানগর এলাকায় এবং আশেপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র টিপ চাকু দ্বারা ভয়ভীতি দেখাইয়া ছিনতাই করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। আসামী খুবই দুঃধর্ষ এবং খারাপ স্বভাবের। তার ছিনতাই ছাড়া আর অন্য কোন পেশা নেই। সে ভবঘুরে স্বভাবের মর্মে স্থানীয়ভাবে জানা যায়।
গ্রেফতারকৃত উক্ত আসামীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মামলা নং-১৬, তারিখ-১৭/১১/২০২৫ ইং মূলে হস্তান্তর করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।











