শাবনূরের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
কথায় আছে – যত গর্জে তত বর্ষে না। বেশ ঢাকঢোল পিটিয়ে বড় আয়োজনে শুরু হয়েছিল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সর্বশেষ ছবি ‘রঙ্গনা’র শুটিং। গাজীপুরের পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যেই ছবিটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। তবে প্রযোজক ও পরিচালককে না জানিয়েই শুটিং শেষ না করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জনপ্রিয় তারকা শাবনূর।
বারবার শাবনূরের সঙ্গে যোগাযোগ করে পরিকল্পনা করা হয়েছিল – অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ করা হবে। কিন্তু শাবনূর বারবার আসার কথা বলেও দেশে না ফেরায় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ বেকায়দায় পড়ে। তাই অগত্যা তারা ভিন্ন একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা এই ছবির শুটিং করা অংশটুকু পর্ব আকারে ইউটিউবে প্রকাশ করছে দর্শকদের জন্য।
জানা যায়, সম্প্রতি প্রকাশিত হয়েছে রঙ্গনা ছবির ২০ মিনিট দৈর্ঘ্যের একটি পর্ব, যা ইতোমধ্যে দর্শকের দৃষ্টি কেড়েছে। ছবিটি পরিচালনা করেছেন আরাফাত হোসেন, প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। এই বিষয়ে প্রযোজক মিথিলা বলেন, শাবনূর আপু দেশে ফিরলে ‘রঙ্গনা’ নতুন করে শুরু করবো। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে আগের দৃশ্যগুলো ব্যবহার করা সম্ভব হবে না। তাছাড়া দীর্ঘ বিরতির কারণে শাবনূর আপুর লুকেও অমিল দেখা দেবে। তাই ভাবলাম, দর্শকদের বঞ্চিত করার কী দরকার! যেটুকু কাজ করেছি, অন্তত সেটুকু সবাই দেখুক।
জানা গেছে, দর্শকদের জন্য তাই আপাতত ইউটিউবে প্রকাশ পাওয়া ‘রঙ্গনা’র শুটিং করা অংশ নিয়ে শাবনূর তার ঘনিষ্ঠজনদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, ছবির কথিত পরিচালক আরাফাত নিজেই শাবনূরের নায়ক হতে চাওয়ায় বিপত্তি বাধে। শাবনূর তার সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় প্রযোজকের সঙ্গে যোগসাজসে পরিচালক আরাফাত শাবনূরের সুনাম ক্ষুণ্ন করছেন ইউটিউবে পর্ব আকারে প্রকাশ করে। শাবনূর তার ওই ঘনিষ্ঠজনকে জানিয়েছেন, দেশে ফিরলে ছবির পরিচালক – প্রযোজকের বিষয়ে অভিযোগ দেবেন।











