জামায়াত ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে- আজিজুল বারী হেলাল।
বিএনপির ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল আজ ১২ নভেম্বর বুধবার সকাল ১১:৩০ মিনিটে দিঘলিয়ার পথের বাজারে সকল দোকানদারের সাথে সাক্ষাৎ করে দিনের নির্বাচনী কর্মসুচি শুরু করেন, একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান ড়্যালী সহ কয়েকটি ভ্যানে গাছের চাড়া নিয়ে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে রোপন করেন।
পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে বৃক্ষরোপণ করেন।এরপর বেলা ২ টায় ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সাথে নিয়ে বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
২:৪৫ মিনিটে সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছাত্রীদের এবং শিক্ষকদের সাথে বৃক্ষরোপণ করেন।ছাত্রীদের উদ্দেশ্যে করে বক্তব্য রাখেন এরপর সরোয়ার খান ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ শেষে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং
বিকাল ৪:৩০ মিনিটে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশের সভাপতিত্বে ছিলেন এম সাইফুর রহমান মিন্টু
প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন দিঘলিয়া উপজেলা একটি শিল্প অঞ্চল কিন্তু আজ মৃত, এখানে স্টার জুট মিল ছিলো সেটাও বন্ধ, বিএনপি যদি সরকার গঠন করে তবে দেশের অর্থনীতি পরিবর্তন করবো,আমরা বলছি ১ কোটি বেকার এর চাকরির ব্যাবস্থা করবো,ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, এবং হেলথ কেয়ার ইউনিট গঠন করবো, আমরা যোগাযোগ ব্যাবস্থা উন্নতি সাধন করবো, আমরা দিঘলিয়া, রুপসা, তেরখাদায় নদীর এপার ওপার সংযোগ
ঘটাবো ব্রিজ তৈরি করে।
তিনি আরও বলেন একটি রাজনৈতিক দল তার অপকর্মের জন্য দেশ ছেড়ে পালিয়েছে, দেশের জনগণ এবং আওয়ামী লীগ চিন্তা করবে তারা নির্বাচন করবে কিনা? আদৌ তারা নির্বাচন করতে পারবে কিনা আল্লাহ ভালো জানেন কিন্তু তারা যে অন্যায় করেছে আদালত তার বিচার করবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা আদালত সিদ্ধান্ত নেবে।
বি এন পি বিচার না করে একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে বা মুখের কথায় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে।
জামাত আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা সব দলকে বন্ধ করে দিয়ে একা রাজনৈতিক দল হিসেবে থাকতে চায়।জামাত এই প্রথম সবার আগে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, আপনারা দেখেছেন ডাকসু, জাকসু,রাকসুতে তাদের শিবির জিতে গেছে দেখে তারা ধারণা করেছিলো সংসদ নির্বাচনে তাদের জোয়ার উঠবে কিন্তু যখন বিএনপি দলীয় মনোনয়ন দিলো বিএনপির প্রার্থীরা হাটে বাজারে নেমে গেলো তখনই পরিবেশ পালটে গেলো, জামাত যখন দেখলো বিএনপির সাথে ভোটে জিততে পারবেনা,এখন তারা আবার নির্বাচন পিছাতে চায়।
খুলনা -৪ নির্বাচনী এলাকায় আপনারা বৃক্ষ রোপণ করবেন,আমাদের এই একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার প্রকল্প চলমান থাকবে।
হেলাল আরো বলেন জামাত রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে মহান ইসলাম ধর্মকে বিক্রি করছেন।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, নাজমুস সাকিব পিন্টু, আরিফুল ইসলাম আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,বাবু উজ্জ্বল কুমার সাহা,রকিব মল্লিক,মোজ্জামেল শরিফ, মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, মোল্লা বেল্লাল হোসেন, আবুল কাশেম,রেজাউল ইসলাম,কুদরত-ই-এলাহি স্পিকার, আব্দুল কাদের জনি,মনিরুল গাজী,হিমেল লিটন শেখ,জুয়েল বিশ্বাস, মোসলেম উদ্দিন, শফিউদ্দিন শাফি,মুকিত মীর,নিপু, ফারুক খন্দকার, আলম চৌধুরী, বাদশা গাজি মোহাম্মদ আলী টুটুল, বাবুল, রয়েল, নিজাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারণা ফরমাইশখানা মিতালী সংঘ মাঠে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।








