ভূঞাপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আনন্দ র্যালি ও আলোচনা সভা

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযথ মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং বিভিন্ন এলাকার সমবায় সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, “দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হলো সমবায় আন্দোলন। সরকারের রূপকল্প বাস্তবায়নে সমবায় ভিত্তিক উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় সমবায় আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাপকভাবে উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।














