ভূঞাপুরে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার পৌর শহরের নিরিবিলি ফুড কর্নারে উদীচী ভূঞাপুর শাখার আয়োজনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী ভূঞাপুর শাখার সভাপতি মো. হাসান সরোয়ার লাভলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দ, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক কামাল ও খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী। আলোচনা সভা শেষে সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. চাঁদ মিঞার অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় নিরিবিলি ফুড কর্নারে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবিলা ইসলাম ও সৈয়দ মেহেদী হাসান।














