বিশিষ্ট সমাজসেবী শাহ আলম শাপলাকে ‘মানবাধিকার শান্তি সম্মাননা-২০২৫’ প্রদান

সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলাকে ‘মানবাধিকার শান্তি সম্মাননা-২০২৫’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ কালচারাল ঐক্য সোসাইটি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর শিশু কল্যাণ মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এ সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল ঐক্য সোসাইটির আহ্বায়ক সবুজ দাস। সম্মাননা প্রাপ্ত শাহ আলম শাপলা তার বক্তব্যে বলেন, “সমাজসেবা আমার নৈতিক দায়িত্ব। এই সম্মাননা আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে এবং ভবিষ্যতে মানবসেবায় আরও বেশি নিবেদিত হতে উৎসাহ জোগাবে।” অনুষ্ঠানে বক্তারা শাহ আলম শাপলার সমাজসেবা ও উন্নয়নমূলক কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, তার মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিরাই দেশ ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধির পথ উন্মোচনে বিশেষ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, শাহ আলম শাপলা দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিয়োজিত আছেন। স্থানীয় জনসাধারণ জানান, প্রত্যন্ত চর এলাকার রাস্তার উন্নয়ন ও সালিশি কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে শাহ আলম শাপলার বেশ সুনাম রয়েছে। তার এই মহৎ কর্মকাণ্ড দেশ ও জাতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।














