প্রিয়জনদেরকে আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত করবেন না

মেয়ে: বাবা, তুমি ঘন্টায় কত টাকা আয় করো?
বাবা: (বিরক্ত হয়ে) সেটা তোমার জানার বিষয় না।
মেয়ে: প্লিজ বাবা, আমাকে বলো।
বাবা: (কিছুটা ভেবে) ১০০০ টাকা।
মেয়ে: ও! আচ্ছা বাবা, তুমি কি আমাকে ৫০০ টাকা ধার দিতে পারবে?
বাবা: (রেগে গিয়ে) কেন? তুমি কি কোনো খেলনা কিনতে চাও?
ছোট্ট মেয়েটি এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মন খারাপ করে উঠে চলে যায়।
কিছুক্ষণ পর বাবার মেজাজ ঠান্ডা হলে তিনি ভাবেন, আমার মেয়েটা তো আমার কাছে কখনোই কিছু চায় না! আজ হয়তো টাকাটা ওর সত্যিই প্রয়োজন ছিল। তিনি মেয়েকে ডেকে অনুতাপের সুরে বলেন, “৫০০ টাকা নিয়ে তুমি কি করবে মা?”
মেয়েটি কোনো কথা না বলে তার ড্রয়ার থেকে কিছু খুচরা টাকা বের করে। বাবা দেখলেন, মেয়ের কাছে আগে থেকেই টাকা আছে। তিনি আবার রাগতে শুরু করলেন। মেয়েটি তার ছোট ছোট হাত দিয়ে টাকাগুলো গুণে বাবার দিকে মুখ তুলে তাকায়।
বাবা জিজ্ঞাসা করেন, “তোমার কাছে তো টাকা আছেই, তাহলে তুমি আবার টাকা চাচ্ছ কেন?”
মেয়েটি জবাব দেয়, “কারণ আমি ভেবেছিলাম আমার কাছে হয়ত যথেষ্ট পরিমাণে নেই। এই টাকাগুলো আমি অনেকদিন ধরে জমিয়েছি। আমি তোমাকে এখান থেকে ১০০০ টাকা দিতে চাই এবং তার বিনিময়ে তোমার কাছ থেকে ১ ঘন্টা সময় কিনে নিতে চাই। এই নাও টাকা, আগামীকাল তুমি এক ঘন্টা আগে বাড়ীতে আসবে। এক ঘন্টা সময় আমি তোমার কাছ থেকে কিনে নিলাম। এই এক ঘন্টা তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, শুধু আমার সাথে খেলবে।”
একথা শুনে বাবা ভীষণভাবে আন্দোলিত হলেন। তিনি তার ছোট্ট মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন।
শিক্ষা: জীবনে ব্যস্ততা থাকবেই, কিন্তু সেই অজুহাতে প্রিয়জনদেরকে আপনার সান্নিধ্য থেকে বঞ্চিত করবেন না।
















