“ময়মনসিংহে পুলিশের দুর্ধর্ষ অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেফতার”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত বলাশপুর পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আল মাসুদ। তার সঙ্গে ছিলেন এএসআই মাইন উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা—সিপাই রাজু মিয়া, আশরাফুল, আলম পাপ্পু, সারোয়ার হোসেন নোমান এবং সালমান ফার্সি।
অভিযান চলাকালে পুলিশ সদস্যরা একটি ভাড়াকৃত গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছে কাজল রানী সরকারের বাড়ির পূর্ব পাশের গলিপথে এক সন্দেহজনক যুবককে চিহ্নিত করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে দ্রুত ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি নীল পলিথিনে মোড়ানো ব্যাগে ১০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মোঃ স্বপন মিয়া (২৭), পিতা মৃত নুর ইসলাম মাস্টার, মাতা কুলসুম বেগম, ঠিকানা—ভাটিকাশর, ময়মনসিংহ কোতোয়ালী। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, আটককৃত স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(খ) ধারা অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে, যা আইনটির ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী বিচারযোগ্য অপরাধ।
অভিযান শেষে এসআই মোঃ আল মাসুদ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি আরও জানান, পুলিশের এই অভিযান মাদকবিরোধী চলমান কার্যক্রমের একটি অংশ মাত্র। ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে স্থানীয় জনগণকে মাদক নির্মূলে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন, “আপনার এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানান। সবাই মিলে এগিয়ে এলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এই সাহসী পদক্ষেপ সমাজে মাদকের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।