চট্টগ্রাম সিইপিজেডে আল হামিদ টেক্সটাইল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড!!


সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম ঃ
আজ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, চট্টগ্রামের শিল্পাঞ্চলকে কাঁপিয়ে দিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অভ্যন্তরে অবস্থিত একটি পোশাক কারখানা, যা ‘আল হামিদ টেক্সটাইল’ (মতান্তরে ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’) সিইপিজেডের ৫ নম্বর রোডে অবস্থিত আল হামিদ টেক্সটাইল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে কর্মচারীরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। ছয়তলা ভবনটিতে ১৬ থেকে ২০ বছর বয়সী বহু নারী-পুরুষ শ্রমিক ও কর্মকর্তা কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটসহ নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ঘটনাস্থলে থাকা শ্রমিকরা জানান, আগুনের তীব্র তাপে ভবনের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।
অগ্নিকাণ্ডের আগে সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিক নিয়োগ নিয়ে শ্রমিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, কারখানার কিছু কর্মকর্তা আত্মীয়-স্বজনদের চাকরিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করছিলেন।
এক পর্যায়ে সংঘর্ষে কয়েকজন নারী শ্রমিক মারধরের শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে কারখানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।
এ পযন্ত ১২ জন শ্রমিক নিখোঁজ বলে জানান শ্রমিকদের স্বজনরা।