কাচিসাইর বাজারে পাঁচ মুরব্বির সৌজন্য সাক্ষাৎ ও ভাইরাল ছবি নিয়ে আলোচনায় এলাহাবাদ ইউনিয়নবাসী!!


প্রবাসী সম্পাদক – মো: সেলিম রানা, সৌদি প্রবাসী
দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী কাচিসাইর বাজারে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শনের সময় তোলা একটি ছবি বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
এই ছবিতে দেখা যায় —
কুড়াখাল পূর্বপাড়ার সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবক হাজী জয়নাল আবেদীন সাহেব,
এবং
মোহাম্মদপুর এলাকার জনপ্রিয় সমাজসেবক ও প্রিয় মুরব্বি ভাইরাল হাসনাত আবদুল্লাহ —
একই ফ্রেমে হাসিমুখে কাচিসাইর বাজার বিশিষ্ট ব্যাবসায়িক মুরব্বিদের নিয়ে পরিদর্শন করছেন।
স্থানীয় জনগণ জানিয়েছেন, এই পাঁচজন মুরব্বি বহুদিন ধরে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে অনন্য ভূমিকা রেখে আসছেন। তাঁদের উপস্থিতি ও পারস্পরিক সৌজন্য সাক্ষাৎ এলাকায় এক উষ্ণ ও মানবিক পরিবেশ সৃষ্টি করেছে।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ও প্রবাসী এলাহাবাদবাসীদের মধ্যে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে। অনেকে মন্তব্য করেছেন—
> “এমন মুরব্বিদের মিলনই এলাকার ঐক্যের প্রতীক।”
প্রবাসী সম্পাদক মো: সেলিম রানা বলেন,
> “আমাদের প্রিয় পাঁচজন মুরব্বি হাজী জয়নাল আবেদীন সাহেব ও ভাইরাল হাসনাত আবদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ কেবল একটি ছবি নয়, এটি আমাদের ঐক্য, সৌহার্দ্য ও উন্নয়নের প্রতীক। আল্লাহ তায়ালা তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন—এই দোয়া করি।”
এলাহাবাদ ইউনিয়নের উন্নয়নে নতুন আশার আলো:
দেবিদ্বার উপজেলার সব ইউনিয়নকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হাসনাত আবদুল্লাহর মানবিক উদ্যোগ ও উদার মানসিকতা স্থানীয় সমাজে প্রশংসিত হচ্ছে।
#কাচিসাইর_বাজার #এলাহাবাদ_ইউনিয়ন #হাজী_জয়নাল_আবেদীন #ভাইরাল_হাসনাত_আবদুল্লাহ #দেবিদ্বার_উন্নয়ন