মোঃ সুজন বেপারী
মুন্সিগঞ্জ মিরকাদিমের পৌর মানুষের কল্যাণে কাজ করতে চান বিএনপি নেতা শিপন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের পৌর মানুষের কল্যাণে কাজ করতে চান সাবেক দপ্তর সম্পাদক বিএনপি ক্রান্তিলগ্নে নেতা শিপন জমিদার।
মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সাহেবের উদ্যোগে মিরকাদিম পৌর এলাকায় শীতার্তদের মাঝে অসহায় হতদরিদ্র অবহেলিত বিভিন্ন সামাজিক গণমুখী কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানব কল্যানে নেতা শিপন জমিদার।
এছাড়াও মিরকাদিমের পৌর বিএনপি নেতা সাবেক দপ্তর সম্পাদক শিপন জমিদার নেতৃত্বে পৌর বিভিন্ন ওয়ার্ডে মশা ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো প্রতিরোধ কর্মসূচিকালে বলেন মশার উৎপাত এতটাই বেড়েছে যে ঘরে কিংবা বাইরে কোথাও স্বস্তিতে নেই মানুষ। শুধু রাতে নয়, দিনেও মশার কামড়ে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীকে। এবং খালগুলো পরিষ্কারের দায়িত্ব রাজউকের। রাজউক এটি পরিষ্কার না করার কারণেই মশা বাড়ছে।
মিরকাদিম পৌর স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বিএনপি সাবেক দপ্তর সম্পাদক বিভিন্ন সময় অনেক হামলা মামলা নির্যাতন-নিপীড়ন সহ্য করতে হয়েছে শিপন জমিদার। বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সাহেবের নির্দেশে মিরকাদিম পৌর উদ্দেশ্যে শিপন জমিদার বলেন রাজনীতির মাঠে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠার ৪৮ বছরে পা দিয়েছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপিরা।











