মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন


বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ একাধিক দাবিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ভাঙ্গুড়া মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আমিরুল ইসলাম রতনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাঙ্গুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল , বি বি হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ভাঙ্গুড়া বিএম কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম বিদ্যুৎ, শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মহসিন, কয়রা সারা নাসির আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আনসার আলী এবং শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক আলী আজগর অন্যান্যরা।
এছাড়াও অন্যান্যদের সাথে মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. মাসুদ রানা, মো. আবদুর রহিম এবং এস এম নাহিদ হাসান।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা ২০% হারে বাড়িভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও বলেন, শিক্ষকদের ওপর গত ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবের সামনে পুলিশের হামলার প্রতিবাদে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি পালিত হবে।
তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি সরকার বাড়িভাড়া ২০% করার প্রতিশ্রুতি দিলেও প্রজ্ঞাপনে তা ১৫০০ টাকা নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শিক্ষকরা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যার অংশ হিসেবে গত সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশে কর্মবিরতি চলমান।