ডেটিংয়ে ম্যাডোনা
প্রেম যে বয়স মানে না – এটা যুগে যুগে বারবারই প্রমাণিত। যাই হোক কথাটা আবারও প্রমাণ করলেন বিশ্বখ্যাত পপতারকা ম্যাডোনা। তার বয়স এখন ৬৬ বছর। অথচ তিনি চুটিয়ে প্রেম করছেন ২৮ বছর বয়সী যুবক স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে। তারা দু’জনে লন্ডনে ডেটিং করছেন। একান্তে সময় কাটানো সেখানকার বিভিন্ন মুহূর্তের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করছেন। এর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মাঝে হচ্ছে জোর চর্চা। বিদেশী গণমাধ্যম থেকে এই খবর পাওয়া গেছে।
প্রকাশিত স্থিরচিত্রগুলোর কোনোটিতে ম্যাডোনা একসঙ্গে গান করছেন, হাত ধরে হাঁটছেন আর একে অন্যকে আলিঙ্গন করে আছেন। তাদেরকে চেলসির খেলাও উপভোগ করতে দেখা গেছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে। ওই সময়ও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় ম্যাডোনাকে। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন – লন্ডন ডাকছে। স্টুতে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।
জানা যায়, ইতিপূর্বে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী গাই রিচি। অনেক আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই তারকা গায়িকা। তার প্রেমিকের তালিকায় আরও ছিলেন পপ গায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড প্রমুখ।
১৯৮৩ সালে পেশাদার গানের দুনিয়ায় যাত্রা করেন ম্যাডোনা। নারীদের জন্য পপসংগীতে নতুন পথ রচনা করেছেন। এরপর একের পর সাফল্যের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এরপর আশি ও নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন বিশ্বব্যাপী পপসংগীতের রানী।