আবু সাঈদ,বাঘা (রাজশাহী) প্রতিনিধি
৪ শতাধিক সনাতন ধর্মালম্বী পরিবারের ধানের শীষে যোগদান


রাজশাহীর বাঘায় উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষের পক্ষে একাত্মতা প্রকাশ ও বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে পাকুড়িয়া বাজার সংলগ্ন, রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ ও মুখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম এবং সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার এবং সঞ্চালনায় ছিলেন বাঘা উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার। প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঘা উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার শাপলা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধানের শীষ শুধু একটি দলীয় প্রতীক নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকারের প্রতীক। আজ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ ধানের শীষের পক্ষে যে একাত্মতা প্রকাশ করেছে, তা প্রমাণ করে বাংলাদেশের সব ধর্ম-বর্ণের মানুষই পরিবর্তন চায়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।