কুড়িগ্রাম জেলার রাজারহাটের আশিকুর সরকারের লিখনীতে কবিতা
পুরোনো স্মৃতিগুলো
“হঠাৎ একদিন দেখিলাম তারে।
“বিঘ্ন বৃষ্টির দিনের এক প্রহরে।
“তাঁরে দেখে মোর মনে পরে পুরনো স্মৃতি গুলো।
“যেই স্মৃতে জমে আছে সময়ের ধুলো।
“ছিলো কতো ভালোবাসা আর প্রহর।
“স্বপ্নের দারা সজ্জিত ছিল প্রেমের শহর।
“স্বপ্ন ছিল এক আকাশ মায়ার যেথা ঘেরা।
“অনুভবেই যেন হারিয়ে গিয়েছে আজ হয়েছে তারা”
“ব্যাস্তবতার আগুনে সে স্মৃতিগুলো হয়েছে ছাই।
“অনুভব করি সেই স্মৃতির মধ্যে তোমাকেই খুঁজছে পাই।
“তোমার ওই সান্ত স্বভাব থাকেনি তোমার মাঝে।
“অবহেলিত ডায়রি গুলো আজো রয়েছে সেজে।
“উরিয়ে দিয়েছি মনের কোনে অজানা এক ব্যাথা।
“শূন্যতার শহরে ভেসে বেড়ায় গুলো অজানা কথা।
“ভাঙ্গিল আজ মোর হৃদয়ে আছে যত ভ্রান্তি।
“কেটে গেল আজ আছে যত অপেক্ষার ক্লান্তি।
“একদিন সময়ের চক্রবাকে অবহেলার হ্মতগুলো মুছবে।
“সেদিন হয়তো অন্যভাবে আমায় তুমি খুঁজবে।