বগুড়ায় আদালতের নিরাপত্তা ভেদ করে পালালো জোড়া খুন ও ডাকাতি মামলার আলোচিত আসামি রফিকুল ইসলাম


বগুড়ায় আদালতের কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে আলোচিত জোড়া খুন ও ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়ে যায়। তার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। ঘটনায় আদালতপাড়া আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পাশাপাশি পুলিশের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের মত গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের নজর এড়িয়ে পালানো নিরাপত্তার বড় ফাঁকফোকরের প্রমাণ। নিরাপত্তা জোরদার করে অভিযান চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত রফিকুলকে গ্রেপ্তার করা যায়নি। আদালত পুলিশের অবহেলার কারণে বিভাগীয় তদন্তও হতে পারে।
কয়েক মাস আগে দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে ভয়াবহ ডাকাতি ও জোড়া খুনের ঘটনায় রফিকুল অন্যতম আসামি ছিল। ওই রাতে সৌদি প্রবাসী শাহজাহানের স্ত্রী রিভা আক্তার (৩০) ও শ্বশুর আফতাব উদ্দিন (৭০) খুন হন। পরিবারের শিশু রুকাইয়া তাসনিম বেঁচে যায়। হত্যার পর নগদ ৬ লাখ ২০ হাজার টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট হয়।
এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হলেও পাঁচজন পলাতক। পুলিশ জানায়, পলাতক আসামিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে। বিশ্লেষকরা মনে করেন, সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং ও সমন্বিত অভিযান ছাড়া বিচার প্রক্রিয়া এগোবে না।