রোডম্যাপ চাই হাবিপ্রবিতে হাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান


দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র সংসদ হাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা থেকে অন্তত একশ শিক্ষার্থী এ কর্মসূচিতে যোগ দেন। এর আগে বিকেলে ভিআইপি হলরুমে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রায় ৪৫ মিনিট আলোচনা হলেও কোনো সমাধান মেলেনি।
শিক্ষার্থীদের অভিযোগ, দুই মাস আগে নির্বাচন আয়োজনের আশ্বাস দেওয়া হলেও এখনও গঠনতন্ত্র বা রোডম্যাপের অগ্রগতি নেই। তারা রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রক্টর শামসুজ্জোহা জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর খসড়া গঠনতন্ত্র নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে।