RAB -৮ পটুয়াখালী সিপিসি -১ দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করেন


RAB – ৮ সিপিসি -১ পটুয়াখালী দুর্গাপূজা উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,
শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা ও বরগুনা জেলা সদর উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ও বরগুনা জেলা সদর উপজেলা,
সকল পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী মানুষ যেন নির্বিঘ্নে তাদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন এবং উপজেলা নিরাপত্তা আইনশৃঙ্খল পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এসব বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন RAB – ৮ অবগতির জন্য জানানো যাচ্ছে যে সনাতন ধর্মালম্বীদের আসন্ন সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় র্যাব- ৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক উক্ত কোম্পানীর নিয়ন্ত্রণাধীন এলাকা পটুয়াখালী জেলা ও বরগুনা জেলায় বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা, চেকপোষ্ট, টহল কার্যক্রম ও অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া উক্ত জেলা গুলোতে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক প্রতিদিন পটুয়াখালী ও বরগুনায় জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে যা উৎসব শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে। এরই অংশ হিসাবে অদ্য ২২/০৯/২০২৫ইং তারিখ র্যাব-৮, পটুয়াখালী, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ পটুয়াখালী সদরে অবস্থিত শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির, আখড়াবাড়ি, পুরান বাজার পূজা মন্ডপ কমিটির প্রধানদের সাথে সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে মতবিনিময় করেন।