ঢাকছাস নির্বাচনের দাবিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সংবাদ সম্মেলন


সংবাদ সম্মেলনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি মোজাহিদুল হক ফুয়াদ এবং সাধারণ সম্পাদক সাগর খাঁন দিপু বলেন-
নতুন জীবন -নতুন রাজনীতি -সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র -মানবতার রাজনীতি।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট (World humanity revolution student front) জীবনের সত্য ও মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ার বিপ্লবী সংগঠন। একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি স্বৈরতার রাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির বিনাশী ধারা থেকে জীবন মানবতার মুক্তির বিপ্লবী সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একক ধর্ম বা একক গোষ্ঠীর সংগঠন নয়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব ধর্মের সব মতপথের সব মানুষের জীবন ভিত্তিক সংগঠন, সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার সবার জীবনের স্বাধীনতা মর্যাদা ভিত্তিক সংগঠন, সব মানুষের সবার সংকটে পাশে দাঁড়ানোর সংগঠন, সব মানুষের সুরক্ষার সংগঠন, সব মানুষের আত্মামালিকানা ও রাষ্ট্রীয়মালিকানা ও বিশ্বনাগরিকত্ব পূণঃপ্রতিষ্ঠার সংগঠন, আমরা অখন্ড মানবিক ভ্রাতৃত্ব ও মানবিক সাম্যের জীবন ও দুনিয়া গড়ার সংগঠন।
জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রেসালাতের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসে এক মানুষ সব মানুষ- সব মানুষ এক মানুষ, সব মানুষ ভাই ভাই – মানবতার দুনিয়া চাই , জীবনের এই সূত্রের ভিত্তিতে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে সত্য ও মানবতার মুক্তি সাধনায় উৎসর্গীকৃত হয়ে আমরা মানবিক ভাই বোন সবাই কাজ করি।
আমরা সব স্টুডেন্ট এবং সচেতন জনগণ সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, ছাত্র জনতা বিগত ইতিহাসে জীবন-ধর্ম-রাষ্ট্র-গণতন্ত্র-মানবাধিকার- জীবনের সার্বিক স্বাধীনতার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করে আসছে, সেই সাতচল্লিশ একাত্তর নব্বই চব্বিশ বহু পরিবর্তন ইতিহাসের হয়েছে কিন্তু মুক্তি দূরের কথা আমরা এক আঁধার থেকে আর এক আঁধারে নিমজ্জিত হয়েছি, এক ধোকার পর আরেক ধোকার শিকার হয়েছে, এক স্বৈরদস্যুতা ফ্যাসিবাদ রুদ্ধতা থেকে আরেক স্বৈরদস্যুতা ফ্যাসিবাদ রুদ্ধতার গ্রাসে নিমজ্জিত হয়েছি। কারণ একক গোষ্ঠীবাদি কোনো স্বৈররাজনীতি সবার অধিকার যেমন স্বীকার করে না তেমনি একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ধারায় হাজার বিপ্লব হলেও জীবন রাষ্ট্র ও মানবতার মুক্তির আসবেনা। জীবন মানবতার মুক্তির একমাত্র অবিকল্প পথ মানবতার ভিত্তিতে সব মানুষের জীবন ভিত্তিক মানবতার রাজনীতির বিপ্লব।
মানবসত্তা যেমন জীবনের চিরন্তন সত্য তেমনি মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়াও জীবনের প্রাকৃতিক চিরন্তন ধারা। তবে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি জাতিবাদি মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির গ্রাসে মানবসত্তা ও মানবতার রাজনীতির বিলুপ্তির পর মানবসত্তা এক নতুন জীবন এবং মানবতার রাজনীতিও জীবনের নতুন রাজনীতি, মানবতার নতুন রাষ্ট্রও খুন-সন্ত্রাস-অবিচার-রুদ্ধতা-ধ্বংসাত্মক-স্বৈরদস্যুতামুক্ত মানবতার নতুন মানবিক দুনিয়ার বিপ্লব মানবতার মুক্তি সূর্যের নতুন সূর্যোদয়।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট( World humanity revolution student front ) শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির একক দলীয় আধিপত্য ও দলীয় জবরদখল এবং দলীয় সংঘাতের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র সবার একাডেমিক আদর্শিক রাজনৈতিক চর্চা ও শান্তিপূর্ন নিরাপদ সহাবস্থানে বিশ্বাসী।
অতি শীঘ্রই ঢাকা কলেজ ছাত্র সংসদ (ঢাকছাস) নির্বাচনের দাবিতে ঢাকা কলেজ প্রশাসনের নিকট বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের বিশেষ দাবি:-
১) অতি শীঘ্রই সুষ্ঠু নিরপেক্ষ পক্ষপাতমুক্ত ঢাকা কলেজ ছাত্র সংসদ(ঢাকছাস) নির্বাচনের জোর দাবি জানাচ্ছি
২) ঢাকসু,জাকসু মতো প্রহসনমূলক পক্ষপাতদুষ্ট নির্বাচন যাতে নাহয় সে বিষয়ে সতর্ক থেকে সকল ধরনের পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি
৩) দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাসের দাবি জানাচ্ছি।
৪) মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশের শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হলের দাবি জানাচ্ছি।
৫) তফসিল ঘোষণার পূর্বেই ঢাকছাস নির্বাচনের গঠনতন্ত্র প্রকাশ করে সকল সাধারণ শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকদের সাথে আলোচনার সাপেক্ষে প্রয়োজনীয় গঠনতন্ত্রের সংস্কার করার দাবি জোর জানাচ্ছি
৬) নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে নির্দলীয় আর্দশিক নিরপেক্ষ দলীয় প্রভাবমুক্ত শিক্ষকদের নিয়ে নিরপেক্ষ যোগ্য জবাবদিহিমূলক নির্বাচন কমিশন গঠন করার দাবি জানাচ্ছি।
৬) বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক মন্ডলীদেরকে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করার বিশেষ আহবান জানিয়ে সকল ধরনের দলীয় রাজনীতির প্রভাব মুক্ত থাকার দাবি জানাচ্ছি।
৭) সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদি সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক
আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকেঃ-
* মুজাহিদুল হক ফুয়াদ
(সভাপতিঃ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট, ঢাকা কলেজ শাখা)
* সাগর খাঁন দিপু
(সাধারণ সম্পাদক: বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
স্টুডেন্ট ফ্রন্ট, ঢাকা কলেজ শাখা)