কাহালুতে জামায়াতের লিফলেট বিতরণ, ৫ দফা দাবির বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান


বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিকে সামনে রেখে বগুড়ার কাহালু পৌরসভার রেলওয়ে স্টেশন ও কাহালু বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কাহালু পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম (বাদশা), পৌর আমির মাওলানা ফেরদাউস, পৌর সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম সাইফুল, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম, পৌর জামায়াতের অফিস সম্পাদক আব্দুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা লুৎফর রহমান, জামায়াত নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দেশবিরোধী কর্মকাণ্ড রোধ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন অপরিহার্য। তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এ সময় তারা সাধারণ জনগণের কাছে জামায়াতের ৫ দফা দাবিকে সমর্থন জানানোর আহ্বান জানান।
এ কর্মসূচির মাধ্যমে কাহালু পৌর এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।