শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

কালিগঞ্জে জমির মালিকানা নিয়ে দু,পক্ষের রশি টানাটানি, পরিদর্শনে ইউএনও 

হাফিজুর রহমান  সাতক্ষীরা (কালিগঞ্জ) প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম | 119 বার পড়া হয়েছে
কালিগঞ্জে জমির মালিকানা নিয়ে দু,পক্ষের রশি টানাটানি, পরিদর্শনে ইউএনও 

পানি নিষ্কাশনের সরকারি খাস খাল দাবী করা ৩০.০৬ একর অর্থাৎ ৯০ বিঘা বিরোধীয় জমির মালিকানা নিয়ে দু,পক্ষ সরকার-জনগণের রশি টানাটানি। জনরোষ  ঠেকাতে মহামান্য হাইকোর্টের আদেশ উপেক্ষা করে জনগণের লিখিত আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে পরিদর্শনে জান ইউএনও। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল রোদবৃষ্টি  উপেক্ষা করে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঐ সময় ভুমি মালিকরা এবং জনগণ জমির মালিকানা নিয়ে পরস্পর মুখোমুখি অবস্থান নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রাখেন। স্থানীয় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, আব্দুর রব, ইউপি সদস্য আবু হাসান, সাবেক ইউপি সদস্য বদরু, গিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম সহ স্থানীয় জনগণের দাবি বিলের পানি নিষ্কাশনের জন্য মুকুন্দপুর সরকারি খাসখাল ব্যবহৃত হতো বর্তমান সেটা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে উপজেলার ছনকা গ্রামের শেখ রহমত আলী, আব্দুল গাফফার গংদের পক্ষে শেখ মোস্তাহিদ রহমান ওরফে লিটনের  দাবি এটা তাদের ক্রয় করা ব্যক্তি মালিকানাধীন জমি। কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর মৌজার এস এ ১/১ নং খতিয়ানের খারিজ মতে ৪৯২,৪৯৩ ডিপি খতিয়ান ৭৮,৪৪০,৪৪২,৪৪১ সাবেক দাগ ৭২৪,৭৩০,৭৩৩,২০৬,৩৭৮,২৬৯,৩৮০,,১১৩/৪০৪,৩৭৮,৪৪৪ বর্তমান ১২৩৮,১২৫৫ ও ১৩৪৩ দাগে ১০.১৭ একর জমি তাদের ব্যক্তি মালিকানা বলে দাবি করেন। তারা বলেন উক্ত জমি তৎকালীন সরকারের জমিদার নরেশ চন্দ্র বসুর নামে এস এ খতিয়ান ছিল । জমিদার নরেশ চন্দ্র বসু ভারতে চলে যাওয়ায় ১৯৬৬ সালে তৎকালীন সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে বন্দোবস্ত দিলে উক্ত সম্পত্তি ছনকা গ্রামের আব্দুল গফফার এবং রহমত গংরা ১০ বছরের রেওয়াতী বন্দোবস্ত সেলামির মাধ্যমে টাকা পরিশোধ করে এডিসি রেভিনিউ সাতক্ষীরার নিকট থেকে ৬৮৫/১৯৬৭,৬৮৬/১৯৬৭ নং ২ টি দলিলে ১৯৭৭ সালে সরকার আমাদের অনুকূলে রেজিস্ট্রি করে দেয়। সেই থেকে আমরা উক্ত জমি নিজ নামে রেকর্ড ,খাজনা পরিশোধ নাম পত্তন করে ভোগ দখলে আছি। বর্তমান বিষয়টি নিয়ে গত ২৭/২/২০১৭ ইং তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করা সিভিল রিভিশন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিলভুক্ত জমির উপর Let the order of status quo be extended till disposal of the rule. উক্ত আদেশ উপেক্ষা করে ২০২০ সালে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী কোটি টাকা আত্মসাৎ এর জন্য খালকাটা প্রকল্প এনে জনগণ নিয়ে মব সৃষ্টি করে দায় সারাভাবে খাল কাটে। যার প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগে তৎকালীন জেলা প্রশাসক মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব )মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সহকারি কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান , বর্তমান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ,সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান এবং হাবিবুল্লাহ সহ ৯ জনের নামে আদালতে অবমাননার মামলা চলমান আছে। বর্তমান একটি স্বার্থন্বেষী গোষ্ঠী  মুকুন্দপুর বিলের পানি নিষ্কাশনের খাল থাকলেও বিভিন্ন মব সৃষ্টি করে প্রশাসনকে ব্যবহার করে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন বিষয়টি আমার জানা নাই । আমি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে সরেজমিনে ঘুরে দেখলাম। উচ্চ  আদালতের আদেশের বিষয়টি আমার কাছে এসেছে এখনো আমি দেখেনি দেখে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সঠিক বিষয়টি পরে জানানো হবে।

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।