দর্শক সংকট ও আর্থিক ক্ষতির কারণে বন্ধ হয়ে গেল বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেমা হল


বগুড়ার এক সময়ের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র মধুবন সিনেমা হল অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে এ তথ্য জানান হল কর্তৃপক্ষ।
সভায় জানানো হয়, দীর্ঘদিন ধরে দর্শক সংকট ও আর্থিক ক্ষতির কারণে সিনেমা হল চালু রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির অভাব, ব্যয় বৃদ্ধি, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনের সহজলভ্যতা দর্শক কমে যাওয়ার মূল কারণ বলে উল্লেখ করেন তারা।
কর্তৃপক্ষ বলেন, মধুবন সিনেমা হল বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। বহু দর্শকের স্মৃতি, ভালোবাসা ও আবেগ এই হলকে ঘিরে রয়েছে। কিন্তু সময়ের পরিবর্তন, আধুনিকায়নের অভাব ও ক্রমাগত লোকসানের কারণে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।
তারা আরও জানান, ভবিষ্যতে দর্শক আগ্রহ ফিরে এলে এবং সরকারি সহায়তা পাওয়া গেলে মধুবন সিনেমা হলকে নতুন রূপে আবারও চালুর উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকরাও বলেন, বগুড়ার মানুষ আজও মধুবন সিনেমা হলকে মনে রেখেছে। তাই সংস্কৃতি বিকাশ ও বিনোদনের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের ঐতিহ্যবাহী স্থাপনাকে আধুনিক রূপে পুনরুজ্জীবিত করা প্রয়োজন।