বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের গণসংযোগ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন তাঁর নির্বাচনী ইউনিয়নগুলোতে গণসংযোগ করছেন।
এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর, শনিবার, তিনি পীরগঞ্জ উপজেলার ১০ ও ১১ নম্বর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও এলাকায় গণজনসংযোগ ও কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া চান এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন তাই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় তাঁর প্রতি অনেকেরই আস্থা তৈরি হয়েছে।
পরে বিকেলে অ্যাডভোকেট জয়নাল আবেদীন বৈরচুনা ইউনিয়নের খেকিডাঙ্গা মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হন। যদিও প্রথম দিন প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু কর্মব্যস্ততার কারণে তিনি সেদিন আসতে পারেননি। ফাইনাল খেলায় উপস্থিত হয়ে তিনি আয়োজক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং ক্রীড়াপ্রেমী মানুষদের উৎসাহিত করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. জাহিদুর রহমান জাহিদ, সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩, গেস্ট অব অনার ছিলেন মো. জিয়াউল ইসলাম জিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান পীরগঞ্জ, ঠাকুরগাঁও, উদ্বোধক ছিলেন মো. মইনুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি পীরগঞ্জ উপজেলা বিএনপি।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া অনুরাগীদের এ মিলনমেলায় ছিলো এলাকাটি উৎসব মুখর। এ বিষয়ে অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, “আমি মানুষের ভালোবাসায় মুগ্ধ। দীর্ঘদিন ধরে আমি তাদের সেবা করার চেষ্টা করছি। আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে আমি ঠাকুরগাঁওয়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”
তাঁর এই গণসংযোগকে এলাকার সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে। অনেকের ধারণা, অ্যাডভোকেট জয়নাল আবেদীনের মতো একজন ক্লিন ইমেজের নেতাকে দল মনোনয়ন দিলে তা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।