ভূঞাপুর সাহিত্য আড্ডার অষ্টম পর্ব সফলভাবে অনুষ্ঠিত


টাঙ্গাইলের ভূঞাপুরে মনোরম পরিবেশে সাহিত্য সন্ধ্যায় ভূঞাপুর সাহিত্য আড্ডার অষ্টম পর্বের আয়োজন করা হয়। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব আব্দুল করিম খানের সভাপতিত্বে আড্ডাটি ছিল কবিতা, আবৃত্তি ও সাহিত্য আলোচনায় পরিপূর্ণ। অংশ গ্রহনকারী কবিগণ ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব জনাব আব্দুল জলিল আকন্দ, কবি সাইফুল ইসলাম, কবি জয়নুল জমশের, শিক্ষা হিতৈষী খায়রুজ্জামান ভূঁইয়া, জনাব হাসান সারোয়ার লাভলু, কবি লিমা রহমান, কবি রনি খাতুন, কবি হালিমা খাতুন, জেরিন, কবি সোহান, কবি এম এ বাছেদ, কবি এম কে হাতেম, কবি শাহরিয়ার শ্রাবন, কবি শফিকুল ইসলাম, কবি হামিদুল আলতাফ, কবি শাজু রহমান, কবি ডাঃ শহিদুর রহমান শাহিন, কবি শাহরিয়ার সুমন এবং বাচিক শিল্পী আনোয়ার হোসেন খান প্রমুখ। ও কবি হারুন অর রশিদ এবং কবি লিমা রহমানের সহযোগী সঞ্চালনায় এই আড্ডার সাহিত্যানুষ্ঠানে অংশগ্রহণকারীগণ তাদের স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে এক কাব্যিক আবহ তৈরি করেন। তাদের আলোচনায় উঠে আসে সমকালীন সাহিত্য প্রসঙ্গ ও সাহিত্য চর্চার নানা দিক। সকলের আন্তরিক অংশগ্রহণ ও উৎসাহে আড্ডাটি হয়ে উঠে প্রাণবন্ত এবং জ্ঞানগর্ভ। এ ধরনের নিয়মিত আয়োজন স্থানীয় সাহিত্য চর্চাকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করতে উৎসাহিত করবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন। সভাপতি তার বক্তব্যে আড্ডার সাফল্য কামনা করে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।