শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

পীরগঞ্জ হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো. রেজাউল করিম, (জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:১৬ পিএম | 33 বার পড়া হয়েছে
পীরগঞ্জ হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী “ফুটবল টুর্নামেন্ট–২০২৫”।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে ক্রীড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে, নিয়মিত ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতায় এবারের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি দল অংশ নেয়।

প্রথম ম্যাচে উদ্বোধনী দল হিসেবে অংশ নেয় বৈরচুনা ভাবির মোড় রাণীর ঘাট একাদশ ও চন্দরিয়া একাদশ ফুটবল দল, পীরগঞ্জ। দ্বিতীয় আর্ধে স্বাগতিক

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক হাটপাড়া নব জাগরণ ক্রীড়া সংঘ vs বৈরচুনা রাণীর ঘাট একাদশ। নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে ৪–১ গোলে রাণীর ঘাট বিজয় লাভ করেন।

দিনের খেলাগুলো উপভোগ করতে মাঠে ছিল বিপুল দর্শকের উপস্থিতি। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে মাঠ ছিল উৎসবমুখর।

গাবতলীতে শহীদদের স্মরণে হাডুডু খেলা, বৃক্ষরোপণ ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, বগুড়াঃ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৩৫ পিএম
গাবতলীতে শহীদদের স্মরণে হাডুডু খেলা, বৃক্ষরোপণ ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত

গাবতলী সদর ইউনিয়নের অন্তর্গত চকসদু ৫নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে হাডুডু খেলা, বৃক্ষরোপণ ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকেলে চকসদু মধ্যপাড়া মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ মোরশেদ মিল্টন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোরশেদ মিল্টন বলেন—

“আমরা যে শহীদদের স্মরণ করছি, তারা এ দেশের গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। তাঁদের আদর্শই আমাদের প্রেরণার উৎস। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, আর বৃক্ষরোপণ আমাদের পরিবেশ রক্ষার প্রতীকী অঙ্গীকার। আজকের এই আয়োজন শহীদদের প্রতি শ্রদ্ধা, খেলাধুলার প্রতি ভালোবাসা এবং সবুজ বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন খান সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতীদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর অতিথি বরণ, সভাপতির স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, সংবর্ধনা ও সম্মাননা প্রদান, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ এবং গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মকবুল হোসেন বলেন,“আমাদের শহীদদের স্মরণে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আমরা গর্বিত। হাডুডু খেলা তরুণদের শরীর ও মন শক্তিশালী করে, আর বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী নিশ্চিত করে। সবাইকে আমি এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

স্থানীয় হাজার হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে এ আয়োজন উপভোগ করেন।

উলিপুরে সড়ক দুর্ঘটনায় রংপুরের ঔষধ ব্যবসায়ী নিহত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:৩৩ পিএম
উলিপুরে সড়ক দুর্ঘটনায় রংপুরের ঔষধ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের নারিকেলবাড়ি কাজীর চক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।

জানা গেছে, তিনি পৌর এলাকায়ার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির পথে যাচ্ছিলেন। পথে চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক সামনে থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

পাটগ্রামে মানব কল্যান সেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রম ধর্মী সমাজসেবা কার্যক্রম অনুষ্ঠিত

লালমনিরহাট(পাটগ্রাম)প্রতিনিধি মো:সাঈদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:২৯ পিএম
পাটগ্রামে মানব কল্যান সেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রম ধর্মী সমাজসেবা কার্যক্রম অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ব্যাতিক্রমধর্মী সেবামুলক,কার্যক্রম করে আসছে মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন।মানবকল্যান স্বেচ্ছাসেবী সংগঠনের লক্ষ্য হচ্ছে, অসহায় গরীব মানুষের সেবা,বাল্য বিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা,বৃক্ষ রোপণ, শিক্ষা প্রতিষ্টানে পরিক্ষার সামগ্রী বিতরণ, ব্লাড ক্যাম্পিং,স্বেচ্ছায় রক্ত দান,ও উন্নয়ন মূলক কাজ করা। সংগঠনটি প্রতিষ্টিত হয় ২০২৪ সালে।সংগঠনটি প্রতিষ্টিত হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনটি ৫৩ সদস্য বিশিষ্ট নিয়ে কার্যক্রম গুলো পরিচালনা করে আসছে।

সংগঠনটির মুল লক্ষ্য হচ্ছে:

সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা।

গরীব ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও পাঠদান কার্যক্রম করতে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান, মেডিকেল ক্যাম্প ইত্যাদি আয়োজন করা।

প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বিপর্যয়ের সময় ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা প্রদান করা।

সামাজিক সচেতনতা বাড়াতে সেমিনার, ওয়ার্কশপ ও ক্যাম্পেইন পরিচালনা করা।

গাছ লাগানো, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।

নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং তাদের ক্ষমতায়নে কাজ করা।

মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া: স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজে ভালোবাসা, সহানুভূতি ও সহানভূতির বার্তা ছড়িয়ে দেওয়া।

মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা, ও সাধারন সম্পাদক ফেরদৌস আলম বলেন আমাদের এই সংগঠনটি সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা বাল্য বিবাহ বন্ধ করা ও মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনের আগ্রহী ভূমিকা পালন করে যাবে। রক্তদান,,ব্লাড ক্যাম্পিং,বৃক্ষরোপণ,,অসহায় দরিদ্র মানুষের আত্মিক সহযোগিতা ও সমাজ সেবা কাজে নিয়োজিত থাকা । এবং তিনি আরও বলেন আমাদের মত করে, যদি প্রতি মানুষ সেচ্ছাসেবী কাজে অগ্রগতি হয়,তাহলে আর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বরং সমাজের উন্নয়ন হবে। আমাদের প্রতি দিন হাজার হাজার মানুষের রক্তের প্রয়োজন হয়। তাই আমাদেরকে মানুষের পাশে দাড়ানো উচিত ও খুব গুরুত্বপূর্ণ।

error: Content is protected !!