সত্যের পথে প্রহরী


যেখানে সাংবাদিকের কলমে ঝরে রক্তের কথা,
মিথ্যা মামলা, হামলা, চলে নির্যাতনের ব্যথা—
সেই অন্ধকারে জ্বলে এক দীপ্ত দীপ্ত আলো,
প্রতিরোধে দাঁড়ায় যারা, সাহস তাদের চালো।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব(B.C.P.C)—সত্যের দৃপ্ত নাম,
সাংবাদিকের পাশে থেকে করে গৌরবের কাম।
প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান,
অটল, আপোষহীন, এক অকুতোভয় প্রাণ।
সাথে আছেন, সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার,
কলমের যোদ্ধা, নির্ভীক, ন্যায়-সত্যের দার।
তাদের নেতৃত্বে দাঁড়ায় শত শত সৈনিক,
যারা অন্যায়ের মুখে জ্বালায় প্রতিবাদের রেক।
যে সাংবাদিক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে,
“সে আমাদের সংগঠনের নয়”—বলে না কখনো তারা,
সাংবাদিক কি না, নির্যাতিত কি না—সেটাই শুধু ধারা।
সহায়-নির্যাতিত যারাই পরে বিপদে,
সাথে থাকে B.C.P.C, ভালোবাসা-শপথে।
প্রতিটি প্রান্তে, প্রতিটি মাঠে-ঘাটে,
যেখানে সাংবাদিক বিপদে—তারা সেখানে হাটে।
প্রতিবাদে মুখর তারা, সাহসে ভরা বুক,
ভালোবাসায় জড়িয়ে নেয়, কাঁধে তোলে শোক।
হাজারো সদস্য, স্থায়ী ও সংগ্রামী,
B.C.P.C’র পতাকা ধরে সকলেই অভিমানি।
তারা সাংবাদিকতার মেরুদণ্ড, সম্মান আর গান,
সত্যকে আঁকড়ে ধরা এক অদম্য প্রাণ।
সংগঠন শুধু নামে নয়, এটি এক শক্তির দেয়াল,
যেখানে সাংবাদিকের কান্না পায় সাহসের কাল।
তারা উদ্ধারে যায়, দেয় ন্যায়বিচার দাবি,
তাদের মুখে শোনা যায় শুধু সত্যের ভাষা, অভিজ্ঞান যাযাবি।
খান সেলিম রহমান ও মোঃ মাহিদুল হাসান সরকার—দুটি নাম নয় শুধু, একটি আদর্শের মশাল, আলোর স্রোতের মূর্ছনা রুবু।
তাদের নেতৃত্বে এগিয়ে চলে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব,
শত প্রহরীর কণ্ঠে গর্জে উঠে প্রতিরোধের রূপকথার চাপ।
আসো আমরা সবাই, গড়ি এই ঐক্যের গান,
যেখানে নির্যাতিত সাংবাদিক পায় হৃদয়ের স্থান।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)—শুধু একটি নাম নয়, এটি সাংবাদিকতার প্রাণ, এটি সত্যের স্বয়ং ধ্বনি বই।