কাহালু-নন্দীগ্রামকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান অধ্যক্ষ রফিকুল ইসলাম


বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেছেন— কাহালু ও নন্দীগ্রাম আজ উন্নয়ন বঞ্চিত। একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকা এখন ভেঙে পড়া অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা আর তরুণ সমাজের বিপথগামিতায় ধুঁকছে। আমি এই চিত্র পাল্টাতে চাই।
তিনি বলেন, বিগত সরকারগুলো এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। উন্নয়নের নামে কিছুই হয়নি। কাহালু ও নন্দীগ্রামের গ্রামীণ অবকাঠামোর কোনো সুষ্ঠু উন্নয়ন হয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি— নির্বাচিত হলে কাহালু-নন্দীগ্রামকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।
অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম কাহালু উপজেলার একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিক। তিনি বর্তমানে কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি কাহালু উপজেলা বিএনপির সদস্য সচিব এবং কাহালু উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে তিনি একজন সুপরিচিত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
কাহালু-নন্দীগ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তাঘাটের করুণ দশা থেকে মুক্তি দিতে তিনি গ্রামীণ সড়ক উন্নয়নের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। বগুড়া-নওগাঁ মহাসড়ক প্রশস্তকরণ, দরগাহাট, বিবির পুকুর ও ১২ মাইল এলাকায় আন্ডারপাস নির্মাণ, সেতু ও কালভার্ট নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।