শ্রীপুরের জৈনা বাজার ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নৌকা ভ্রমণ অনুষ্ঠিত


গাজীপুরের শ্রীপুরে, ঐতিহাসিক বরমী খেয়াঘাটের শীতলক্ষ্যা নদী হতে একটি ইঞ্জিনচালিত নৌকায়, বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে উপজেলার জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল লতিফ ও সমিতির ব্যবস্থাপনায় বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।
(২৬’শে জুলাই ২০২৫) শনিবার, জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল লতিফ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক সকল সদস্যদের উদ্দেশ্য করে নৌকা ভ্রমনের আয়োজন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
জৈনা বাজার হতে সকাল সাড়ে ৮:টায় প্রথমে বাসযোগে যাত্রা করে বরমী বাজার আসা হয়। পরে শীতলক্ষা নদী পেরিয়ে গন্তব্য গাজীপুরের কাপাশিয়া টুকের সুলতানপুর শাহী মসজিদ পরিদর্শন শেষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া জেলার ব্রহ্মপুত্র নদে মিনি কক্সবাজার। চলতিপথে গান, কবিতা আবৃত্তি, আড্ডা, মিউজিকের তালে তালে নাচ-গানে প্রকৃতির মাঝে ঔষধ ব্যবসায়ীদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে। কর্মব্যস্ত জীবনে নদীপথে আড্ডায় কিছুটা হলেও বাড়তি আনন্দ যোগ হয়েছে।
জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিনিয়র সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া, সহ-সভাপতি মাজারুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ শহিদউল্লাহ নৌকা ভ্রমন সফল করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। উক্ত সমিতির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সমিতির তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহাদত হোসাইন বিশেষ ভূমিকা পালন করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণে সমিতির সকল সদস্যরা অনন্দ ভ্রমণে অংশ নেন।
নৌকা চলতে চলতে একপর্যায়ে দুপুর ১:টায় কাপাসিয়ার টুক বাজার পাড়ে নৌকা নোঙর করা হয়। এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন, ফুটবল খেলেন। তারপর সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করা হয়।
পরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর থেকে খাওয়া দাওয়া শেষে ওই এলাকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন সমিতির সদস্যরা এবং দিনব্যাপী ভ্রমন শেষ করে ফিরে ভ্রমনের সমাপ্তি ঘটে।