বাদল সরকারের শততম জন্মবার্ষিকীতে
দিনাজপুরে বৈকালীর ৪৪তম মঞ্চায়ন ‘সারারাত্তির’


প্রখ্যাত নাট্যকার বাদল সরকারের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মঞ্চস্থ হলো তাঁর বিখ্যাত প্রতীকী নাটক ‘সারারাত্তির’। শনিবার (২৬ জুলাই ২০২৫) রাত ৮টায় দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘বৈকালী নাট্যগোষ্ঠী’ নাটকটি তাদের ৪৪তম প্রযোজনায় মঞ্চায়ন করে।
নাটকটির নির্দেশনায় ছিলেন জাকির হোসেন, মঞ্চ পরিকল্পনায় ছিলেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু। আলোকসজ্জায় আবু তাহের, আবহ সঙ্গীতে নজরুল ইসলাম এবং রূপসজ্জায় কাজ করেন টংকনাথ অধিকারী।
‘সারারাত্তির’ নাটকটি একটি প্রতীকী রূপক নাটক। এক দুর্যোগপূর্ণ রাতে একটি পরিত্যক্ত বাড়িতে তিন ভিন্ন বয়স ও অভিজ্ঞতার মানুষের আকস্মিক মিলন, তাদের ব্যক্তিগত টানাপোড়েন ও সম্পর্কের গভীরতা তুলে ধরে। চরিত্রগুলোর মধ্য দিয়ে নাটকটি বঞ্চনা, সামাজিক বৈষম্য, অতীত ও বর্তমানের দ্বন্দ্ব এবং জীবনের অর্থ অন্বেষণের দার্শনিক বার্তা উপস্থাপন করে।
নাটকে বৃদ্ধ চরিত্রে অভিনয় করেন সুলতান কামাল উদ্দিন বাচ্চু, স্ত্রী চরিত্রে ছিলেন আঞ্জুমান আরা শিখা এবং ‘পরিচয়’ চরিত্রে অভিনয় করেন ষষ্ঠী চন্দ।
বৈকালী নাট্যগোষ্ঠীর এই প্রযোজনা শুধু একটি নাট্য পরিবেশনা নয়, এটি একটি জীবনবোধ, সমাজবোধ এবং সাংস্কৃতিক দায়বদ্ধতার অনন্য প্রকাশ। নাট্যাঙ্গনের দর্শকরা নাটকটি উপভোগ করেন এবং বাদল সরকারের প্রতি শ্রদ্ধা জানান।