গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ)
ধামইরহাটে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠ


নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল দশটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণে শপথ পাঠ করা হয়। এরপর আলোচনা সভা শেষে উপজেলার তালিকাভুক্ত ১২ জন প্রতিবন্ধী নারী ও শিশুদের মাথাপিছু দশজনকে একটি করে হুইলচেয়ার, একজনকে বাইসাইকেল এবং একজন প্রতিবন্ধী বৃদ্ধকে ১ একটা স্মার্ট সাদা ছড়িসহ ৪২ জন প্রতিবন্ধী নারী-পুরুষদের প্রত্যেককে একটি করে স্মার্ট কার্ড দেওয়া হয়।
পরে উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক জিন্নাহ চৌধুরীর নেতৃত্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বন বিভাগের বৃক্ষ রোপন কর্মসূচি পাল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আশীষ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ বায়েজিদের মা বেনুয়ার বেওয়া এবং বড় ভাই কারিমুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।