শ্লীলতাহানির শিকার অভিনেত্রী ঐন্দ্রিলা


ওপার বাংলার অভিনেত্রী ঐন্দ্রিলা সরকার শুটিং শেষ করে ফেরার পথে শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) গভীর রাতে শুটিং ফ্লোর থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তার সঙ্গে ছিলেন চারজন পুরুষ বন্ধু।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যাদবপুরের সুলেখা মোড়ে একটি চায়ের দোকানে কিছু সময়ের জন্য দাঁড়ান ঐন্দ্রিলা ও তার বন্ধুরা। সেখানে চা খেয়ে অনলাইনে খাবারের অর্ডার দিচ্ছিলেন তারা। তখন রাত প্রায় তিনটা। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে থাকা কয়েকজন ব্যক্তি ঐন্দ্রিলাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য ছুড়ে দেয়।
প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ওই গাড়ি থামিয়ে আরও আপত্তিকর মন্তব্য ও অশোভন আচরণ শুরু করে তারা।
ঐন্দ্রিলা বলেন, “আমরা ভদ্রভাবে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা নিজেদের আচরণ ঠিক করেনি। একপর্যায়ে আমার গায়ে হাত তোলার চেষ্টা করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। তখন আমার বন্ধুরা বাধা দেয়। এ সময় পুলিশ পেট্রোলিংয়ে এসে ঘটনাটি দেখে তাদের থানায় নিয়ে যায়। পথে এবং থানায়ও তারা হুমকি দিতে থাকে—একবার ছাড়া পেলে আমাদের অ্যাসিড হামলার শিকার করবে বলেও ভয় দেখায়।”
অভিনেত্রী আরও জানান, থানায় পুলিশ প্রথমে দুই পক্ষকে মিটমাট করার প্রস্তাব দেয়, কিন্তু তারা তাতে রাজি হননি। পরে অভিযুক্তদের পরিবারের সদস্যরা এসে অনুরোধ করতে থাকেন।
ঐন্দ্রিলা বলেন, “একবার মনে হলো কথাবার্তায় সমাধান হতে পারে। কিন্তু ওই ব্যক্তিদের আচরণ বদলায়নি। এমনকি পুলিশের সামনেও তারা হুমকি দিয়ে যাচ্ছিল। পরে আর দেরি না করে আমরা এফআইআর করি। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল।”