ভালোবাসা ভুল না


কাউকে ভালোবাসা ভুল না কারণ ভালোবাসা কখনো ভুল হয় না কিন্তু কাউকে ভালোবেসে তাকে একান্তই নিজের করে পাওয়ার আশা করা টা চরম অন্যায়। যা সবাই করে।
এই যে, নিজের সবটুকু উজাড় করে দিয়ে এত ভালোবাসার পরেও যাকে নিজের করে পাওয়া যায় না সেখানে ভালোবাসার সংজ্ঞার সারমর্ম ‘না পাওয়া’ দিয়ে অক্ষায়িত করলে তেমন কোনো ভুল হবে না।
দিনের পর দিন, রাতের পর রাত কাউকে নিয়ে পাগলের মতো ভেবে শেষে তাকে না পেয়ে সত্যিই পাগল হয়ে যাওয়া টা স্বাভাবিক। কারণ মানুষকে মানুষ নয়, পাগল বানিয়ে দেয় মানুষের কিছু স্মৃতি।
আমরা হয়তো এক জায়গাতেই সবচেয়ে বেশি ভুল করি আর সেটা হলো, নিজেকে উৎস্বর্গ করে কাউকে ভালোবাসা। নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসার পর তাকে না পেয়ে একটা মানুষের উন্মাদ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ সে নিজের সবটুকুই দিয়ে ভালোবেসেছিল।
তবে হ্যা ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে যে নিজের করে পেতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে প্রিয় মানুষটার ভালোর জন্যই দূরে থাকতে হয়। তাকে ছেড়ে দিতে হয়। ভালোবাসা হয়তো এ জন্যই সুন্দর।
জীবনে সবচেয়ে বড় ত্যাগ টাই হয়তো ভালোবাসা। কারণ মানুষ ভালোবাসে নিজের বিনিময়ে আর যেখানে নিজের বলতে কিছুই থাকে না সেখানে এর থেকে বড় ত্যাগ আর কি’ইবা হতে পারে!
ভালোবাসার মানুষটিকে ছেড়ে বেঁচে থাকা গেলেও বাঁচা অসম্ভব। কারণ মরার থেকে মরার মতো বাঁচা টা অধিক ভয়ংকর। একটা মানুষ মরে গেলো তো বেঁচে গেলো আবার বেঁচে গেলো তো মরে গেলো।