যৌন হেনস্থার শিকার অভিনেত্রী সুরভীন চাওলা


ভারতীয় রূপালী পর্দায় পা রাখার পর নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রী সুরভীন চাওলাকে। অন্যদিকে, কিশোরী বয়সে এমন এক অভিজ্ঞতা হয় যার ভয় তার এখনও কাটেনি।সুরভীন ২০০৩ সালে ‘কহি তো হোগা’ ধারাবাহিকে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ। বড়পর্দার সঙ্গে পরিচয় কন্নড় ছবির মাধ্যমে। এর পরে বলিউড। ‘হেট স্টোরি ২’, ‘আগলি’, ‘পার্চড’ এর মতো ছবিতে নজর কেড়েছেন এই অভিনেত্রী।
জানা যায়, টিভিপর্দা ছাড়ার পর অভিনেত্রীকে বরাবর সাহসী চরিত্রেই দেখা গিয়েছে। কিন্তু রূপালী পর্দায় পা রাখার পর নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। তবে কিশোরী বয়সে এমন এক অভিজ্ঞতা হয় যে, সেই আতঙ্ক আজও ভোলেননি সুরভীন।
ওই কিশোরী বয়সে সুরভীন এক দিন দেখেন, এক পুরুষ প্যান্টের ভিতরে হাত রেখে, তার পর শুরু করেন হস্তমৈথুন। সেই ঘটনা আজও ভুলতে পারেননি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি খেলছিলাম। বাইকে চড়ে মাথায় পাগড়ি বাঁধা একটা লোক এলো। সে আমাকে দেখে কিছু একটা প্যান্ট থেকে বের করলো। তার পরই কিছু একটা শুরু করলো। অল্প সময়ে বুঝতে পারি, সে হস্তমৈথুন করছে। আমি পিছন ফিরে দৌড় দিই।
তবে শুধু কিশোর বয়সে নয়, বলিউডে ‘কাস্টিং কাউচ’র শিকার হন সুরভীন। তাকে এক পরিচালক জোর করে চুমু খেতে চান। তার বিয়ে ও স্বামীর খবরাখবর নিয়ে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ওই সময় তিনি পালিয়ে বাঁচেন।