শিল্পীর শিল্পকর্ম ছাড়া আর কোন পরিচয় থাকা উচিত নয়


শিল্পীদের কোন জাত,ধর্ম,বর্ণ,লিঙ্গ,রাষ্ট্রীয়,ও রাজনৈতিক,বিভাজনে বিভক্ত করা উচিত নয়।
শিল্পীরা এসব কিছুর উর্ধ্বে। শিল্পী সর্বকালের,সর্ব দেশের,সর্ব সমাজের, সর্ব রাষ্ট্রের,সর্ব ধর্মের,সর্ব রাজনৈতিক সহিংসতার উর্ধ্বে।
সত্যি কারের শিল্পীর শিল্পকর্ম ছাড়া আর কোন পরিচয় থাকা উচিত নয়।
#একজন চিত্র শিল্পী একহাতে যেমন মসজিদ আঁকতে পারেন, তেমনি মন্দির, গীর্জা , ইত্যাদি ও আঁকতে পারেন।
#একজন ভাস্কর্য শিল্পী যেমন একহাতে দূর্গা মূর্তি বানাতে পারেন, আবার মক্কা মদিনা ও বানাতে পারেন।
#তেমনি একজন অভিনয় শিল্পী, যেকোনো রাষ্ট্র তথা সারা বিশ্বের শিল্পী। সারা বিশ্বের যেকোনো বিশেষ ব্যক্তিত্ব, সাধারণ,অসাধারন,যেকোন মানুষের চরিত্রে অভিনয় করার সক্ষমতা যদি তার থাকে, সেই চরিত্রটি যদি সে নিজের মধ্যে ধারণ করে,অভিনয় করেন। তাহলে সেটা কোন দোষের নয়।
#একজন অভিনেতা ,অভিনেত্রী সে আজ এক মতাদর্শের আদর্শ চরিত্রকে ধারণ করে অভিনয় করল।
হয়তো পরের বছর অন্য মতাদর্শের কোন আদর্শ চরিত্রকে ধারণ করে অভিনয় করল।
অভিনয় তার পেশা। এটা কেন দোষের হবে? যারা এটা কে দোষের ভাবছেন। তারা কি আদৌ নিজেদের সংকীর্ণতাটাকে পরিহার করে, উন্নত মন মানসিকতার পরিচয় দিচ্ছেন?
যদি একই চিত্র আমরা বারবার দেখবো তাহলে কিসের পরিবর্তন?