মুন্সিগঞ্জে ছাত্র-জনতার জুলাই শহীদদের প্রতি যা বললেন ঢাকা রেঞ্জ ডিআইজি


মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আজ ০৭ জুলাই সোমবার বেলা দুপুর একটায় পুলিশ লাইন্সে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক পরিদর্শন।
ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক ছাত্র-জনতার শহীদদের প্রতি নিয়ে উদ্দেশ্যে সাংবাদিকদের বলেন ,জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মদানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এ নতুন বাংলাদেশে আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশে যে আস্থা সৃষ্টি হয়েছে তা উন্নয়নের সৃষ্টি হয়েছে যা আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এর দিকনির্দেশে কাজ করে যাচ্ছি। পাশা-পাশি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন দিন রাত আমাদের আইজিপি মহোদয় তাদের নেতৃত্বে আমরা তাদের নিদর্শে কাজ করে যাচ্ছি। আমরা সে ভাবে কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পারি সেক্ষেত্রে আপনাদেরও আমি সার্বিক সহোযোগিতা কামনা করছি।
এছাড়াও জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার পিপিএম বার বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি স্যারের প্রতি আমরা আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি অপরাধীদের উদ্দেশ্যে সব সময় অভিযান চলমান রয়েছে আশাকরি ইভটিজিং ধর্ষণ মাদকের বিরুদ্ধে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।
এ-সময় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ জেলা পুলিশের কাজ বেগবান করতে গাড়ি উপহারের পক্ষ থেকে শুভকামনা অভিনন্দন জানালেন রেঞ্জের ডিআইজি ও পুলিশের অর্থ ও প্রশাসন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ উপস্থিতি ছিলেন আরও পুলিশের অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।