পাবনা জেলার হিমায়েতপুর পুলিশ ফাঁড়ি পাবনা, সদর সংস্কার ও পূর্ণ নির্মাণ ব্যারাক শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


অদ্য সকাল ১২.০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশের হিমায়েতপুর পুলিশ ফাঁড়ি পাবনা সদর সংস্কার ও পুনঃনির্মাণ ব্যারাক ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিমায়েতপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব মোঃ তারিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হিমায়েতপুর ফাঁড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং এলাকায় আইন শৃঙ্খলা সমন্বত রাখা সহ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার পাবনা মহোদয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোরতোজা আলী খাঁন পুলিশ সুপার পাবনা মহোদয় ।
এসময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।