গিলের রেকর্ড, ৯৩ বছরের মধ্যে প্রথম


১৯৯ থেকে পেসার জশ টংয়ের বল ফাইন লেগে খেলে রান পূর্ণ করার আগেই বাতাসে হাত ছুড়লেন শুবমান গিল। পরে হেলমেট ও ব্যাট উঁচিয়ে চেনা উদযাপনে মাতলেন তিনি। ক্যারিয়ারের প্রথম ও বিরল এক ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন ভারত অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন গিল ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ৩১১ বলে। টেস্ট নেতৃত্বের দ্বিতীয় ম্যাচেই এই স্বাদ পেলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।
১৯৩২ সালের জুনে ভারত তাদের অভিষেক টেস্ট খেলেছিল ইংল্যান্ডেই, ক্রিকেট-তীর্থ লর্ডসে। ৯৩ বছরের এই পরিক্রমায় এই প্রথম ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি করতে পারলেন ভারতের কোনো অধিনায়ক।
ভারতের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এতদিন সর্বোচ্চ ইনিংস ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। ১৯৯০ সালের অগাস্টে ওল্ড ট্র্যাফোর্ডে ২৪৩ বলে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গিলের আগে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করতে পারেন কেবল সুনিল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। ১৯৭৯ সালে দা ওভালে ম্যাচের চতুর্থ ইনিংসে ৪৪৩ বলে ২২১ রান করেন গাভাস্কার। একই মাঠে ২০০২ সালে ৪৬৮ বলে ২১৭ রানের ইনিংস খেলেন দ্রাবিড়।
এছাড়া দুইশর সবচেয়ে কাছাকাছি যেতে পারেন সাচিন টেন্ডুলকার। ২০০২ সালে হেডিংলি টেস্টে ১৯৩ রান করে আউট হন তিনি।
টেস্টে ডাবল সেঞ্চুরি করা ভারতের ষষ্ঠ অধিনায়ক গিল। তার মতো একটি করে দ্বিশতক আছে মানসুর আলি খান পাতৌদি, সুনিল গাভাস্কার, সাচিন টেন্ডুলকার ও মাহেন্দ্র সিং ধোনির। ভিরাট কোহলির আছে সাতটি, যা কোনো অধিনায়কের বিশ্ব রেকর্ড।