লঙ্কানদের কাছে পিটুনি খেলেন শান্ত


বোলিংটা নাজমুল হোসেন শান্ত করেন কালেভদ্রে। ১৩৭ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ২ উইকেট পেয়েছেন তিনি। কলম্বোর প্রেমাদাসায় আজ তিনি যে উইকেট পেলেন, সেটা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ মাস। উইকেট পাওয়ার পর অবশ্য পিটুনি খেয়েছেন তিনি।
তানজিম হাসান সাকিব-তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে শ্রীলঙ্কা চাপে পড়লেও ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসেছে। লঙ্কানদের উইকেট পেতে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ মোস্তাফিজুর রহমান, তাসকিনরা ওভারের পর ওভার করে গেছেন। কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন মিরাজ বল তুলে দিলেন শান্তর হাতে। শান্ত এসে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন।
শ্রীলঙ্কার ইনিংসের ৩২তম ওভারের সময় শান্ত বোলিংয়ে আসেন। ওভারের প্রথম বলেই তাঁকে স্কয়ার কাট করে চার মারলেন জানিথ লিয়ানাগে। পরের দুই বল ডট দিয়েছেন শান্ত। ওভারের চতুর্থ বলে শান্তকে এগিয়ে এসে মারতে যান লিয়ানাগে। টাইমিংয়ে গড়বড় হওয়া বল লং অনে তালুবন্দী করেছেন তানজিম হাসান সাকিব। তাতে ভেঙে যায় লিয়ানাগে-চারিথ আসালাঙ্কার ৭৬ বলে ৬৪ রানের জুটি।
৪০ বলে ৪ চারে ২৯ রান করে লিয়ানাগে ফিরলে ব্যাটিংয়ে নামেন মিলান রত্নায়েকে। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বল থেকে রত্নায়েকে নিলেন ১ রান। ৩২তম ওভার শান্ত শেষ করলেন ৫ রান ও ১ উইকেট নিয়ে। এক ওভার পর বোলিংয়ে এসেই গুবলেট পাকান তিনি। ৩৪তম ওভারের প্রথম বলে শান্তকে ছক্কা মেরেছেন আসালাঙ্কা। শান্তর হাত থেকে অবশ্য বল ফস্কে যায়। নো বল হওয়ায় শ্রীলঙ্কা পায় ৭ রান। একই ওভারের দ্বিতীয় বলে মিলান রত্নায়েকে চার মারেন। শান্ত আজ ২ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।
তালগোল পাকানোর পর শান্তর হাতে আর বল তুলে দেননি মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে শ্রীলঙ্কা। আসালাঙ্কা ৯৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে অপরাজিত। রত্নায়েকে ১১ রানে ব্যাটিং করছেন।