বুধবার, ২ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
বুধবার, ২ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

বিলাইছড়িতে রুপকুমার কার্বারীর প্রচেষ্টায় নির্মান হলো বিশ্রামাগার

সুজন কুমার তঞ্চঙ্গ্যা প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:৫১ পিএম | 32 বার পড়া হয়েছে
বিলাইছড়িতে রুপকুমার কার্বারীর প্রচেষ্টায় নির্মান হলো বিশ্রামাগার

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনধি- বিলাইছড়িতে রুপকুমার কার্বারীর প্রচেষ্টায় এবং প্রশাসনের সহায়তায় ২ নং কেংড়াছড়ি ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ভালাছড়ি মূখ পাড়ায় নির্মান করা হলো একটি  কাঠের তৈরি বিশ্রাগার/ ধর্মঘর।এতে সুবিধা হয়েছে বলে জানান স্থানীয়ও পথচারীরা।

সরেজমিনে দেখতে গেলে দেখা যায়,১২৭ নং কেরন ছড়ি মৌজার ভালাছড়ির কার্বারী মূখ পাড়ায়  মুক্ত পরিবেশে, ছায়াযুক্ত স্থানে, সিঁড়ির ঘাটে, মূল রাস্তার পাশে  নির্মাণ করা হয়। বিলাইছড়ি লঞ্চঘাট নতুবা নলছড়ি লঞ্চঘাট হতে পর্যটকরা মুপ্প্যাছড়া ঝর্ণায়  যাওয়ার পথে কিংবা ভালাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নকাটাছড়া, আজাছড়া,বাঙ্গালকাটা, পরিহলা মৌন, এমনকি জুরাছড়ি যাওয়ার সময় সেখান বিশ্রাম/ জিরানো  যাবে।

এতে রুপকুমার কার্বারী জানান, বিশ্রামাগারটি মূলতঃ আমরা ধর্মঘর বা জিরোনী হলা বলি।আগের দিনে এক জায়গায় থেকে অন্য জায়গায় হেঁটে যেতে অনেক সময় লাগে। তাই রাস্তার  মাঝখানে এভাবে ঘর নির্মান করে রেস্ট করা হয়। সেখানে পথিকের জন্য পানি  ও অন্যান্য খাবার দাবারের ব্যবস্থা থাকে। পানি পান করাতে পারলে তারা / আমরা অনেক খুশি হই এবং অনেক পূণ্য হয় বলে মনে করা হয়। এজন্য সে আদলে এদিক থেকে যারা আসা- যাওয়া করে তীব্র গরমে, কালবৈশাখী ঝড়ে কিংবা প্রচন্ড শীতে  সকল সময়ে  তাদের জন্য এ জিরোনী হলা ব্যবস্থা করা হয়েছে। পাশে রয়েছে ডিপ টিউবওয়েলও।

পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক

মো: রেজাউল করিম (জেলা প্রতিনিধি) প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:০৬ পিএম
পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিক পোস্টার সাঁটানো এবং বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সনাতন চন্দ্র রায় কে আটক করেছে পুলিশ।

১ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব হাজীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি বাজার এলাকায় গোপনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার সাঁটানো হয়েছে। এছাড়াও তিনি গত ৪ আগস্ট পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় কে আটক করা হলে পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার মফস্বল সাংবাদিক কল্যাণ পরিষদ বগুড়া জেলা কমিটি ঘোষণ তাহের ব্যাপারী সভাপতি, সালমান হৃদয় সাধারণ সম্পাদক নির্বাচিত

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:০৩ পিএম
বাংলাদেশ মানবাধিকার মফস্বল সাংবাদিক কল্যাণ পরিষদ বগুড়া জেলা কমিটি ঘোষণ তাহের ব্যাপারী সভাপতি, সালমান হৃদয় সাধারণ সম্পাদক নির্বাচিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মানবাধিকার মফস্বল সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএমএমএসকেপি)-এর বগুড়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক নেতা আব্দুল মোমিন সংগঠনকে বগুড়া জেলায় আরও শক্তিশালী ও কার্যকর করতে এ কমিটি ঘোষণা করেন।

নবঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক তাহের ব্যাপারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-র বগুড়া জেলা প্রতিনিধি এস এম সালমান হৃদয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন:

কার্যকরী সভাপতি: আব্দুল আলীম মাস্টার (সহকারী প্রধান শিক্ষক, ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয়) সিনিয়র সহ-সভাপতি: রেজাউল করিম,সহ-সভাপতি: মাহফুজার রহমান, আবু বাইজিদ পলাশ, আমিনুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল লতিফ,কোষাধ্যক্ষ: নুর রায়হান সরদার মন,সাংগঠনিক সম্পাদক: হাফিজুর রহমান

সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, এ কমিটির নেতৃত্বে বগুড়া জেলায় মানবাধিকার ও সাংবাদিকদের কল্যাণে কাজ আরও গতিশীল হবে।

চিলমারীতে কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ রুহুল আমিন রুকু প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৭:৪৬ পিএম
চিলমারীতে কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভিতরে আগুন জ্বলতে দেখা গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনা করতে শোনা যাচ্ছে। অনেকে বলছেন, এটা আগুন ধরিয়ে দেয়া হয়েছে আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন। এদিকে সকালে দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নিভাতে ব্যর্থ হয়েছেন।

মঙ্গলবার (১জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে।

এঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।

এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আসলে এ আগুন কোথা থেকে আসলো আমরাও বুঝতে পারছিনা।

স্কুল পড়ুয়া শিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভিতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে এখানে দেখতে এসেছি।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ারসার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নিভানো যায়নি। পরে রেলওয়ে ও বনবিভাগ কে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।

error: Content is protected !!