শোনালেন ভয়ানক অভিজ্ঞতা
কালো জাদু বিশ্বাস করেন কাজল


বর্তমানে নিজের ভৌতিক ছবি ‘মা’ নিয়ে ব্যস্ত বলিউড অভিনেত্রী কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়েই কালো জাদু নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।
কালো জাদুতে বিশ্বাস রয়েছে তার, এমনটি জানিয়ে তার বক্তব্য, ‘আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস করতে হবে। কিন্তু কিছু মুহূর্ত রয়েছে, যেখানে আপনি এমনটা অনুভব করবেন যে কিছু একটা হচ্ছে। আর অবশ্যই সেই অনুভুতিটি অস্বাভাবিক লাগবে আপনার কাছে।’
নিজের আরও ভৌতিক অভিজ্ঞতা জানিয়ে কাজল বলেন, ‘পুরোনো একটি প্রাসাদে গভীর রাতে শুটিং করছিলাম আমরা। কলকাতা থেকে বেশ কয়েক ঘণ্টার দূরত্ব সেই প্রাসাদের। হঠাৎ দেখি একটি জানালায় মাথার খুলি পড়ে রয়েছে। আমরা কিন্তু সেই খুলি ওখানে রাখিনি। হঠাৎ এটা আমি দেখতে পাই। তার কিছুক্ষণ পরে একটি বাচ্চা মেয়ে হঠাৎ এসে বলে “আন্টি, আমার কমলালেবুর রস খুব ভালো লাগে”। সেই মেয়েটি আবার পেত্নীর বেশে ছিল।’
শৈশবে ভৌতিক ছবি পছন্দ করতেন না কাজল। অভিনেত্রীর বোনের আবার ভূতের ছবির নেশা ছিল। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আমার ভৌতিক ছবি খুব একটা পছন্দ ছিল না। আমার বোন খুব দেখতে চাইত। আমি ওকে বলতাম, ভয় পেতে হলে ভূতের ছবি দেখার কোনো দরকার নেই। ভয় পেতে হলে, আমাকে বল। আমি বিনামূল্যে ভয় দেখিয়ে দেব। কিন্তু সেই প্রস্তাবে আমার বোন কখনও রাজিই হয়নি।’
সুত্র : ফ্রি প্রেস জার্নাল, আনন্দবাজার