মোঃ আতিকুর রহমান
বরিশাল ৪ আসনের ব্যবসায়ী ও পেশাজীবীদের ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত


শুক্রবার ২০ জুন ২০২৫ নারায়ণগঞ্জের ফতুল্লায় মেহেন্দিগঞ্জের ব্যবসায়ী ও পেশাজীবী সমাজের ভাবনা, প্রত্যাশা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কবির হোসেন শ্রমিক দল নেতা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সমাজকর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ী ও পেশাজীবীদের উন্নয়ন ছাড়া কোনো সমাজ কাঠামো টেকসই হতে পারে না। রাষ্ট্র ব্যবস্থায় তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা আয়োজন করার জন্য। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আইনের একজন কর্মকর্তা হয়ে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য কিছু করার, নদী বেষ্টিত হিজলা, মেহেন্দিগঞ্জ নদী ভাঙ্গন রোধে চেষ্টা করে যাচ্ছি নদীর পাড়ের মানুষের কষ্ট নিজে চোখে দেখেছি। আমি নদীর বাঁকে বাঁকে ঘুরে মানুষের সাথে তাদের কষ্টের কথা শুনেছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় নদী ভাঙ্গন রোধে আমার আবেদন গ্রহণ করে দ্রুত কাজ বাস্তবায়নের জন্য আস্বস্ত করেছেন। আপনারা সবাই মেহেন্দিগঞ্জ হিজলার মানুষ যে কোন প্রয়োজনে আমাকে বলবেন আমি সাধ্যমত আপনাদের জন্য চেষ্টা করে যাবো।