শহীদ মীর মুগ্ধার পরিবারের সঙ্গে বাসায় সাক্ষাত করেন মীর শাহে আলম
গত শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আলোচিত পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মুগ্ধর উত্তরা বাসায় গিয়ে তার পিতা মীর মোস্তাফিজার রহমান বাবুল সাথে সৌজন্য সাক্ষাত করেন বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান সেগুন ও দক্ষিন খান থানা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন দেওয়ান। সাক্ষাত কালে শহীদ মীর মুগ্ধর পিতা বগুড়া শিবগঞ্জ উপজেলার সদরে প্রধান জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান স্কয়ারের নাম তার সম্মতিতে পরিবর্তন করে তার পুত্র শহীদ মীর মুগ্ধ স্কয়ার নাম করন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।